রাইমাকে বলা হচ্ছে, “সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে রাজি হলেন এই সিনেমায় কাজ করতে? আপনাকে কলকাতাতেই তো থাকতে হবে।”
Published : 05 Apr 2024, 03:06 PM
ফোনে লাগাতার হুমকি পাচ্ছেন সুচিত্রা সেনের নাতনী ভারতীয় সিনেমার অভিনেত্রী রাইমা সেন।
কারণ কী? আনন্দবাজার লিখেছে, 'মা কালী’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন রাইমা। সিনেমার প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ অগাস্টের সাম্প্রদায়িক দাঙ্গা। ইতিহাসে যা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত।
সম্প্রতি সিনেমার একাধিক পোস্টার প্রকাশ্যে এসেছে। আর এর পর থেকেই অভিনেত্রীর কলকাতার বাড়ির ফোনে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন।
'হুমকির' বিষয়টি নিয়ে আনন্দবাজারকে রাইমা বলেন, “আমি অবাক! এরকমও যে হতে পারে সেটা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। হিন্দি ও বাংলা ভাষায় রীতিমত হুমকি দেওয়া হচ্ছে।
রাইমা বলেন, "বলা হচ্ছে ‘সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে রাজি হলেন এই সিনেমায় কাজ করতে? আপনাকে কলকাতাতেই তো থাকতে হবে।’ আরও যা যা বলা হচ্ছে সেসব ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"
রাইমার বাবা-মা ব্যাপারটি নিয়ে চিন্তিত বলে জানান তিনি।
" মা-বাবা বাড়িতে একা থাকেন। স্বাভাবিকভাবেই তারা একটু চিন্তিত। তবে বাবা আমায় বিষয়টাকে পাত্তা দিতে নিষেধ করেছেন।’’
রাইমার কথা হল, সিনেমা না দেখে আগে থেকে কোনো কিছু অনুমান করে নেওয়া উচিত নয়।
"শিল্পীর কাজ যে কোনো চরিত্রে সাবলীল অভিনয় করা। ভালো চরিত্র দেখে সিনেমাটি করতে রাজি হই। এখন অহেতুক বিষয়টা জটিলতার দিকে বাঁক নিচ্ছে।’’
গত বছর মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ও রাইমা অভিনীত সিনেমা ‘ভ্যাকসিন ওয়ার’।
রাইমা সেই প্রসঙ্গ তুলে বলেন, “তখনও সোশাল মিডিয়ায় অনেক কিছু লেখা হয়েছিল। কিন্তু তারপর সিনেমাটি দেখে সবাই চুপ করে যান। কিন্তু এবার বাড়িতে ফোন করে হুমকি! সত্যি বলছি, আমার ক্যারিয়ারে এমন ঘটনা এই প্রথম।”
পুলিশের কাছে অভিযোগ করতে চান কি না প্রশ্ন করলে রাইমা বলেন, “আপাতত সিনেমার টিজার ও ট্রেইলার প্রকাশের জন্য কয়েক দিন একটু সময় নিচ্ছি। কিন্তু যদি এইভাবে হেনস্থা চলতেই থাকে, তা হলে তখন অভিযোগ জানাতে হবে।”
বিজয় ইয়েলাকান্তি পরিচালিত এ সিনেমায় রাইমা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক সিংহ।