প্রাচ্যনাটের ২৭ বছর পূর্তিতে ‘পুলসিরাত’

বুধবার সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়নের আগে থাকছে গান এবং নানা আয়োজন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2024, 10:30 AM
Updated : 20 Feb 2024, 10:30 AM

দেশের অন্যতম নাট্যসংগঠন প্রাচ্যনাট ২৭ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত’।  

প্রাচ্যনাট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, আগামী বুধবার সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়নের আগে থাকছে গান এবং নানা আয়োজন। 

ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানি‘র উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে 'পুলসিরাত' অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন ম‌নিরুল ইসলাম রু‌বেল এবং নি‌র্দেশনা দিয়েছেন কা‌জি তৌফিকুল ইসলাম ইমন। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম। 

১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি ‘প্রাচ্যনাট’ পথচলা শুরু হয়। নাট্যদলটির সার্কাস সার্কাস, এ ম্যান ফর অল সিজনস, কইন্যা, রাজা এবং অন্যান্য, কিনু কাহারের থেটার, পুলসিরাত ও খোয়াবনামাসহ বেশি কিছু নাটকের মধ্য দিয়ে প্রশংসিত হয়েছে। 

প্রাচ্যনাট ২০০১ সালে প্রতিষ্ঠা করে ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’। দুই দশকের বেশি সময় ধরে সফলতার সাথে স্কুলের কার্যক্রম অব্যাহত আছে।