'দিল্লি ক্রাইম' ভক্তদের জন্য আনন্দের খবর, তাদের প্রতীক্ষার দিন শেষ হতে যাচ্ছে। থ্রিলার সিরিজ 'দিল্লি ক্রাইম' এর ‘সিজন টু’ আগামী ২৬ অগাস্ট মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার 'দিল্লি ক্রাইম সিজন টু' এর ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। প্রথমটির মত দ্বিতীয় সিজনেও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন শেফালি সাহা।
দিল্লিতে ২০১২ সালে বাসে দল বেঁধে ধর্ষণের একটি ঘটনায় স্তম্ভিত হয় পুরো ভারতবাসী। শারীরিক ও মানসিকভাবে ক্ষতবিক্ষত সেই মেয়েটির নাম দেওয়া হয় 'নির্ভয়া'।
ধর্ষকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সে সময় উত্তাল হয়ে ওঠে পুরো ভারত। ওই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয় ওয়েব সিরিজ 'দিল্লি ক্রাইম'।
ব্যাপক প্রশংসা পাওয়া সিরিজটি ২০২০ সালে জিতে নেয় অ্যামি অ্যাওয়ার্ড।
'দিল্লি ক্রাইম সিজন টু' এর ট্রেলারে ছোট ছোট দৃশ্য দেখানো হয়েছে। দেখা গেছে, ভারতের রাজধানীর নিম্নআয়ের মানুষের বসতির জায়গাগুলোয় নানা অপরাধে অপরাধীদের ধরছে পুলিশ।
দ্বিতীয় সিজনে পুলিশ খুনি চক্রের হাত থেকে শহরের প্রবীণ নাগরিকদের বাঁচানোর চেষ্টা করবে। সেই তদন্তে একজন সিরিয়াল কিলারের খোঁজ করবে তারা। ওই দলের নেতৃত্বে আছেন পুলিশ কর্মকর্তা ডিসিপি বর্তিকা চর্তুবেদী।
এবারের সিজন কোনো সত্য ঘটনার অবলম্বনে নির্মাণ করা হয়েছে কি না সেই রহস্য এখনও উন্মোচন করেনি নেটফ্লিক্স।
শেফালি ছাড়াও এই সিজনে অভিনয় করছেন রাজেশ তাইলাং, আদিল হুসেন, রসিকা দুগাল এবং গোপাল দত্ত।