অমিতাভ বচ্চনের সিনেমার রিমেকে অভিনয় করেছিলেন রাম চরণ।
Published : 27 Mar 2023, 10:36 PM
অমিতাভ বচ্চনের জাঞ্জির বলিউডে আইকনিক সিনেমা হিসেবে খ্যাত। সেই সিনেমার রিমেকে বাবার জুতায় পা গলানোর সাহস করেননি অমিতাভপুত্র অভিষেক বচ্চন। অথচ সেই ঝুঁকি নিয়েছিলেন দক্ষিণ ভারতের অভিনেতা রাম চরণ।
২০১৩ সালে ‘জাঞ্জির’ রিমেক হলে তাতে অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন হালের ‘আরআরআর’ খ্যাত রাম চরণ।
কীভাবে তিনি এতটা সাহসী হয়েছিলেন, সেই হায়দ্রাবাদ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তখন বলেছিলেন তিনি, আরআরআর নিয়ে বিশ্বজুড়ে রাম চরণের খ্যাতি ছড়িয়ে পড়ার পর সেই কথা আবার সামনে এসেছে।
রাম চরণ বলেছিলেন, “বলিউডের একজন বড় তারকা আমায় সতর্ক করে বলেছিলেন, ‘জানো তুমি কী করতে চলেছ? জাঞ্জির এমন একটা সিনেমা, যা প্রতিটি ভারতীয়দের ব্যক্তিগত সংগ্রহে আছে। অমিতাভের নিজের ছেলেই এতে অভিনয় করতে চায়নি প্রবল চাপ হবে ভেবে। তুমি কেন করতে চাইছ?’
“জবাবে আমি বলেছিলেন, স্যর, আমি চাপ নেওয়ার জন্যেই জন্যই জন্মেছি।”
প্রকাশ মেহরার জাঞ্জির ২০১৩ সালে রিমেক করেছিলেন অপূর্ব রাখিয়া। রাম চরণ ছাড়াও অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ। হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছিল সিনেমাটি।
সেই জাঞ্জিরের পর আর কোনো হিন্দি সিনেমায় অভিনয় করেননি রাম চরণ। তবে আগামীতে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতাকে।