পোস্টারের পর ইউটিউবে এসেছে নির্মাতা যুবরাজ শামীমের গণঅর্থায়নেরে সিনেমা ‘আদিম’। এ সিনেমা নির্মিত হয়েছে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুলাল মিয়া ও সোহাগী। ‘আদিম’ এর অভিনয়শিল্পীরা কেউ পেশাদার শিল্পী নন। গত বছরের অগাস্টে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে সিলভার জর্জ অ্যাওয়ার্ড (স্পেশাল জুরি অ্যাওয়ার্ড) এবং নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড জিতেছিল ‘আদিম’। এছাড়া ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শক-সমালোচকদের প্রশংসা পায় সিনেমাটি। ‘আদিম’ দেশের প্রেক্ষাগৃহে আসছে চলতি মাসের ২৬ তারিখ।
মুক্তি প্রতীক্ষিত ‘দ্য আর্চিস’ সিনেমার লুক, পোস্টার বা গানের যে ভিডিও আগে প্রকাশিত হয়েছে, তাতে ষাটের দশকের পপ সংস্কৃতি ঘিরে একদল বন্ধুর আনন্দ, প্রেম ও মান-অভিমানের ঝলক ফুটে উঠেছিল। এবার প্রকাশ হওয়া ৩ ...