“ঈশ্বরকে ধন্যবাদ যে আমি কেবল একটি সিনেমাতেই পদে পদে ভুল করেছি।“
Published : 26 Feb 2024, 11:38 AM
ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলে যাকে ডাকা হয়, সেই আমির খান বললেন, তিনি ‘পারফেকশনিস্ট’ নন।
আমিরের ভাষ্য, তিনি কেবল কাজ করতে ভালোবাসেন। এবং পরিশ্রম যত কঠোরই হোক না কেন, তাতে তার কোনো আপত্তি নেই।
টাইমস অব ইন্ডিয়া বলছে, মুম্বাইয়ের এক অনুষ্ঠানে আমির তার নামের সঙ্গে বসিয়ে দেওয়া তকমাটি নিয়ে কথা বলেন। কখনো হাসিঠাট্টায়, কখনোবা সিরিয়াস মুডে তুলে ধরেন গত দুই বছরে তার দিন যাপনের কথা।
টম হ্যাংকস অভিনীত অস্কার জয়ী হলিউডি সিনেমা 'ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ দিয়ে ২০২২ সালে শেষবার পর্দায় আসেন আমির। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা তো পূরণ করতেই পারেনি, বরং মুক্তির পর জুটেছে নানা সমালোচনা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৩ বছরের ইতিহাসে আমির খানের সর্বনিম্ন আয় করা সিনেমা হল ‘লাল সিং চাড্ডা’। ওই সিনেমার পর কাজের বিরতিতে চলে যান আমির।
অনুষ্ঠানে আমির বলেন, “আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার পছন্দের কাজ কোনটি। আমি বলব ‘লাল সিং চাড্ডা’। কারিনাসহ, অনান্য অভিনয় শিল্পীরা মারাত্মক পরিশ্রম করেছেন। কিন্তু দুর্ভাগ্য হল, সিনেমাটি চলেনি। তাই প্রত্যেকের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে।“
হাসতে হাসতে আমির বলেন, “ অনেকদিন পর আমার একটা কাজ ফ্লপ হয়েছে।, ‘লাল সিং চাড্ডা’ হিট না করায় আমার পরিবারের লোকজন, বন্ধুরা ফোনে এমনকি বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি ঠিক আছি কি না। হঠাৎ করে সবাই আমার কেয়ার নিতে চাইলেন। প্রচুর মানুষের ভালোবাসা পেলাম।
“আর সিরিয়াস ব্যাপার হল, এই ব্যর্থতা আমার ভুলগুলো বড় বড় করে দেখিয়ে দিল। সিনেমা রিলিজের পর থেকে অনেক চিন্তাভাবনা করেছি। সত্যি কথা হল অনেক কিছু শিখছি।“
এই অভিনেতা বলেন, “আমার মনে আছে, আমি একবার কিরণকে (সাবেক স্ত্রী কিরণ রাও) বলেছিলাম, আমি এই সিনেমায় স্তরে স্তরে ভুল করেছি। এবং ঈশ্বরকে ধন্যবাদ যে আমি কেবল একটি সিনেমাতেই এই ভুলগুলি করেছি। দারুণ ধাক্কা পেয়েছিলাম। তাই দুঃখকষ্ট শুষে নিতে সময় নিয়েছি।“
এই বিরতিতে আমিরের হাতে বেশ কিছু চিত্রনাট্য জমা হয়েছে। আগামীতে ‘সিতারে জামিন পার’ নামের একটি সিনেমা আসার কথা রয়েছে আমিরের।