গত ২৩ মার্চ রাজস্থানের উদয়পুরে ডেনমার্কের বাসিন্দা ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করেন তাপসী।
Published : 25 Mar 2024, 04:20 PM
বলিউডের কোনো সেলিব্রেটির বিয়ে হচ্ছে রাজস্থানের কোনো দুর্গে, অথচ কোনো জাঁকজকম নেই; সাজগোজ, খাওয়া-দাওয়া, অথিতি সমাগমেও হুলস্থুল নেই, এমন ঘটনার উদাহরণ দেওয়া কঠিন।
কিন্তু বিরল এই উদাহরণ রেখে সেই কাজটিই সেরেছেন বলিউডি অভিনেত্রী তাপসী পান্নু।
ভিনদেশি যে ক্রীড়াবিদের সঙ্গে এক দশক ধরে প্রেম করছিলেন তাপসী, সেই প্রেমিকের গলাতেই মালা পরিয়েছেন তিনি।
ইন্ডিয়া টুডে লিখেছে গত ২৩ মার্চ রাজস্থানের উদয়পুরে ডেনমার্কের বাসিন্দা ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করেন তাপসী।
কনে শিখ পরিবারের আর বর ক্যাথলিক। বিয়ের অনুষ্ঠান হয়েছে দুই রীতি মেনে।
দারুণ গোপনীয় ওই বিয়েতে কেবল উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন আর বন্ধুরা। ছিলেন তাপসীর চলচ্চিত্র জগতের কিছু বন্ধুবান্ধব, তবে সেই সংখ্যা নিতান্তই নগণ্য।
বিয়ের কোনো ছবিও সোশাল মিডিয়ায় প্রকাশ হয়নি।
তাপসী আর ম্যাথিয়াসের সম্পর্ক দীর্ঘদিনের হলেও, সেটি গোপন রাখেন দুজনে। কিছুদিন আগে তাপসীর বিয়ের খবর আসে সংবাদমাধ্যমে। সে সসব খবরে তাপসীর প্রেমিকের নাম পরিচয় ফাঁস করে বলা হয়েছিল খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসবেন শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার এই নায়িকা।
অলিম্পিকে রুপার পদকজয়ী এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে তাপসীর পরিচয় হয়েছিল কোনো এক খেলার মাঠেই। তারপর হয় বন্ধুত্ব ও প্রেম। এখন ম্যাথিয়াস ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ।
আগামীতে আসছে তাপসীর সিনেমা ‘খেল খেল মে’। এই সিনেমার নায়ক অক্ষয় কুমার।