দুই ভুবনের দুই তারকার হঠাৎ দেখা বিমানবন্দরে। একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন ‘ভাই আমার’ বলে।
দুজনই বাংলাদেশের জনপ্রিয় তারকা; অগণিত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একজন ক্রিকেটের মাঠে, অন্যজন অভিনয়ের মঞ্চে ও পর্দায় আলো ছড়িয়ে পেয়েছেন তারকাখ্যাতি। একজন মাশরাফি বিন মুর্তজা, অন্যজন চঞ্চল চৌধুরী।
বিমানবন্দরে দেখা হওয়ার সেই আবেগঘন মুহূর্তের ছবি ফেইসবুকে শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
ফেইসবুকে তিনি লিখেছেন, “এইতো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা, ‘ভাই আমার’ বলে জড়িয়ে ধরা। অনেক বেশি আপন করে নেয় এই মানুষটা। এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ, মাশরাফি বিন মুর্তজা।”
ছবিটি কবে তোলা হয়েছিল জানতে চাইলে চঞ্চল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন দিন আগে বিমানবন্দরে হঠাৎ দেখা হয়েছিল। সেখানেই ছবিটি তোলা।”
মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ চঞ্চল চৌধুরী অভিনয় করছেন মৃণাল সেন চরিত্রে। সেজন্য গত কয়েক মাস ধরেই নিয়মিত ভারতে যাতায়াত করছেন এই অভিনেতা। অন্যদিকে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাও ব্যস্ত সময় কাটাচ্ছেন।