ক্যাটরিনার ভাষ্য, নির্মাতারা তাকে নিয়ে যে পরিকল্পনাই করুক না কেন, তার নিজেরও কিছু ইচ্ছা আছে।
Published : 23 Jan 2024, 04:38 PM
‘গ্ল্যামার হিরোইন’ ইমেজের বাইরেও কখনও অ্যাকশন দৃশ্যে আবার কখনও গুপ্তচর হয়ে পর্দায় ঝড় তুলেছেন বলিউডি নায়িকা ক্যাটরিনা কাইফ। তবে নিজের অভিনয় সত্তাকে আরও ভেঙেচুড়ে পরিণত করতে চান এই অভিনেত্রী।
তাই আগামীতে গৎবাঁধা কাজের বাইরে গিয়ে খল চরিত্রে এবং পিরিয়ড ফিল্মে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ক্যাটরিনা।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ‘মেরি ক্রিসমাস’ সিনেমা। এখানে তার অভিনয়ের দারুণ প্রশংসা এসেছে চিত্র সমালোচকদের কাছ থেকে।
পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে নতুন কোনো কাজের কথা না জানিয়ে ক্যাটরিনা বলেন, নির্মাতারা তাকে নিয়ে যে পরিকল্পনাই করুক না কেন, তার নিজেরও কিছু ইচ্ছা আছে।
ক্যাটরিনা বলেছেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল সৎ থাকা।
“যাই করিনা কেন, সততার সঙ্গে করতে চাই। খামতি রাখতে চাই না।“
‘টাইগার থ্রি’ নায়িকা বলেন, “আমি এতদিন যে ধরনের সিনেমা করে এসেছি, আগামীতেও হয়ত সেগুলো করব। কিন্তু মানুষের রুচি এবং পরিকল্পনার পরিবর্তন হয়। এখন আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চাই। এছাড়া পিরিয়ড ফিল্মেও কাজ করার ইচ্ছা আমার আছে। একজন অভিনেতা হিসেবে আমি এমনতো চাইতেই পারি।”
গত ১২ জানুয়ারি মুক্তি পায় ‘মেরি ক্রিসমাস’। শ্রীরাম রাঘবনের এই সিনেমায় প্রথমবারের মত জুটি বাঁধেন ক্যাটরিনা ও দক্ষিণের তারকা বিজয় সেতুপতি।
তার আগে গত বছরের নভেম্বরে মুক্তি পায় সালমান খান ও ক্যাটরিনার ‘টাইগার থ্রি’ সিনেমাটি।