সায়রা বানু ঠিকমত চলাফেরা করতে পারছেন না।
Published : 08 Dec 2024, 04:25 PM
নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ভারতের হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু।
পাশাপাশি সায়রা বানুর হাঁটুতে ‘ব্লাড ক্লট’ও ধরা পড়েছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রীর শারীরিক অবস্থা ভালো নেই। চিকিৎসকেরা ইতিমধ্যেই অভিনেত্রীকে দেখেছেন।
সায়রা বানুকে এখনো কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি; তবে বাড়িতে তিনি ঠিকমত চলাফেরাও করতে পারছেন না।
দিলীপ কুমার এবং সায়রা বানুর দাম্পত্য বলিউডের ইতিহাসে বরাবরই চর্চায় থেকেছে। এর আগে ষাটের দশকের শেষভাগে ‘ঝুক গয়া আসমান’ চলচ্চিত্রের সেটে সায়রাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন দিলীপ কুমার। এরপর ১৯৬৬ সালে বয়সে বাইশ বছরের ছোট সায়রাকে বিয়ে করেন দিলীপ।
‘সাহিগা মাহাতো’, ‘গোপী’ এবং ‘দুনিয়া’ ছাড়াও বেশ কিছু সিনেমায় এই দম্পতি জুটি বেঁধে অভিনয় করেন। সাড়ে পাঁচ দশকের দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই।
দীর্ঘকালীন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার।