র্যাপিড ফায়ার রাউন্ডে ঐশ্বরিয়া রাই কেমন নায়িকা সে সম্পর্কে দ্রুত কিছু বলতে বলা হলে, হাশমি বলেন, ‘প্লাস্টিক’।
Published : 15 Jul 2024, 02:39 PM
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে করা একটি মন্তব্যের জন্য ‘অনুতপ্ত’ অভিনেতা ইমরান হাশমি। সেজন্য নায়িকার কাছে ক্ষমা চাইতেও তার আপত্তি নেই।
হিন্দুস্তান টাইমস লিখেছে, হিন্দি সিনেমার পরিচালক-প্রযোজক করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে কয়েক বছর আগে অতিথি হয়ে হাজির হয়েছিলেন হাশমি। র্যাপিড ফায়ার রাউন্ডে ঐশ্বরিয়া রাই কেমন নায়িকা, সে সম্পর্কে দ্রুত কিছু বলতে বলা হলে, হাশমি বলেন, ‘প্লাস্টিক’।
ওই মন্তব্যের পর দারুণ সমালোচিত হয়েছিলেন হাশমি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে কথা বলেন অভিনেতা।
হাশমির কাছে প্রশ্ন ছিল, ঐশ্বরিয়াকে নিয়ে ‘প্লাস্টিক’ মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত কী না।
উত্তরে তিনি বলেন, “আমার সত্যিই অনুশোচনা হয়। আমার ওই মন্তব্য মোটেই রুচিশীল ছিল না। ওই অনুষ্ঠানে আমরা একটি খেলা খেলছিলাম। মজার ছলে কথাটা বলেছিলাম। ভেবেছিলাম, মানুষও মজা হিসেবেই নেবে। কিন্তু সেটা হয়নি। যদি উনার (ঐশ্বরিয়া) খারাপ লেগে থাকে আমি অবশ্যই ক্ষমা চাইব।”
শোনা গেছে হাশমির মন্তব্যের পর ঐশ্বরিয়া কোনো মন্তব্য না করলেও, এই অভিনেতার সঙ্গে দুটি সিনেমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই নায়িকা।
বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি আছে হাশমির। ‘ফুটপাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তার। বলা হয়, পর্দায় তার মত চুম্বনের সাবলীল অভিনয় আর কেউ করতে পারেন না। কেউ কেউ আবার মজা করে ইমরান হাশমি না বলে ‘ইমরান কিসমি’ নামেও ডাকেন।
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ সিনেমা হাশমিকে অন্য রকম পরিচিতি এনে দেয়। এরপর তার ঝুলিতে একে একে এসে যোগ হয় ‘গ্যাংস্টার’, ‘কলিযুগ, ‘রাজ থ্রি’র মত জনপ্রিয় কিছু সিনেমা।