বাবাকে হারালেন চঞ্চল চৌধুরী

দুই সপ্তাহ ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2022, 05:09 PM
Updated : 27 Dec 2022, 05:09 PM

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর।

চঞ্চল চৌধুরীর পারিবারিক বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৮টার দিকে কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাতেই গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে। উনি তো শিক্ষক ছিলেন। এলাকায় সবাই তাকে ভীষণ শ্রদ্ধা করেন।”

চঞ্চলের গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার কামারহাটে বুধবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন শাহনাজ খুশি।

দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন রাধা গোবিন্দ। ১৪ দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শাহনাজ খুশি বলেন, “শেষদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।”

ঢাকার আরণ্যক নাট্যদলে যুক্ত চঞ্চল চৌধুরী বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করে প্রশংসিত হওয়ার পর একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে সবার নজর কাড়েন।

পরের সময়টায় নিয়মিত নাটকে অভিনয় করেছেন। সিনেমায় গিয়াস উদ্দীন সেলিমের ‘মনপুরা’ দিয়ে তুমুল প্রশংসিত হন। পরে ‘মনের মানুষ’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ ও সবশেষ ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান।

এছাড়া ‘তাকদীর’, ‘কারাগার’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন এই অভিনেতা।