দুজনের ঘরোয়া পোশাক পরা ওই ছবিতে শর্মিলাকে তার মেয়েরাসহ বহু ভক্ত অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন।
Published : 09 Dec 2024, 11:17 PM
বলিউডে শাশুড়ি-বৌমার অন্যতম জুটি হিসেবে নাম করেছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং নায়িকা কারিনা কাপুর। অনুষ্ঠান বা সোশাল মিডিয়া-সবখানেই তারা একে অপরের প্রশংসা করেন। এবার জন্মদিনে শাশুড়িকে 'কুলেস্ট গ্যাংস্টার' তকমা দিয়েছেন কারিনা।
হিন্দুস্তান টাইমস লিখেছে শর্মিলার ৮০তম জন্মবার্ষিকীতে রোববার সোশাল মিডিয়ায় নিজেদের একটি ছবি পোস্ট করে কারিনা লিখেছেন, “কুলেস্ট গ্যাংস্টার কে? কিছু বলার প্রয়োজন আছে কী? আমার শাশুড়িকে শুভ জন্মদিন। তিনি সেরা।“
দুজনের ঘরোয়া পোশাক পরা ওই ছবিতে শর্মিলাকে তার মেয়েরাসহ বহু ভক্ত অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগেও কারিনা তার শাশুড়ির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছিলেন।
অভিনেত্রী জানিয়েছিলেন, শর্মিলাই তাদের পরিবারের ভিত। এক সুতোয় গোটা পরিবারকে তিনি বেঁধে রেখেছেন।
আর কারিনার প্রশংসা করে শর্মিলা বলেছিলেন, তিনি লক্ষ্য করেছেন তার পুত্রবধূ নিপুণ হাতে সব সামলায়।
পত্রবধূর প্রতি আস্থা ‘ভালোই জন্মেছে’ জানিয়ে শর্মিলা বলেন, তিনি যখন কারিনাকে মোবাইলে কোনো টেক্সট পাঠান, তিনি নিশ্চিত থাকেন, উত্তর আসবেই।
শর্মিলা ঠাকুরের জন্ম ১৯৪৬ সালের ৮ ডিসেম্বর ভারতের হায়দ্রাবাদে। বাবা গীতিন্দ্রনাথ ঠাকুর ছিলেন জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান, গুণেন্দ্রনাথ ঠাকুরের বংশধর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়। মা ইরা বড়ুয়া ছিলেন আসামের বিখ্যাত লেখক জ্ঞানদাভিরাম বড়ুয়ার কন্যা।
সত্যজিত রায়ের হাত ধরে ‘অপুর সংসার’ দিয়ে চলচ্চিত্র পা রাখেন শর্মিলা। ১৯৫৯ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অপু চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর অপর্ণা চরিত্রে ১৩ বছর বয়সে প্রথমবার পর্দায় হাজির হন শর্মিলা।
সত্যজিতের ‘অপুর সংসার’ করার পর শর্মিলাকে আর পেছনে তাকাতে হয়নি। ‘কাশ্মীর কী কলি’র মধ্য দিয়ে বলিউডেও নিজের জায়গা করে নেন তিনি।
এরপর একে একে অভিনয় করেন ‘অনুপমা’, ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’, ‘আরাধনা’, ‘দাগ’, ‘চুপকে চুপকে’র মত সুপারহিট সিনেমায়।
১৯৬৯ সালে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুর বিয়ের পিঁড়িতে বসেন।এই দম্পতির তিন সন্তান। ছেলে সাইফ আলি খান বলিউডের প্রতিষ্ঠিত নায়ক। মেয়ে সোহা আলি খানও অভিনেত্রী। আরেক মেয়ে সাবাহ আলি খান জুয়েলারির ডিজাইনার। তার পুত্রবধূ অভিনেত্রী কারিনা কাপুর ও জামাতা অভিনেতা কুনাল খেমু।
মাঝে বিরতি নিলেও ফের অভিনয়ে ফিরে এসেছেন ৮০ বছর বয়সী এই অভিনেত্রী। কাজ করেছেন কলকাতার নির্মাতা সুমন ঘোষের ‘পুরাতন’ সিনেমায়।
বিকিনিতে শর্মিলা, স্বামীর কাছ থেকে কেমন ব্যবহার পেয়েছিলেন?
কারিনাকে শাশুড়ির দায়িত্ব জানালেন শর্মিলা
মানিক দা সিনেমায় না নিলে জীবন হত আরেক রকম: শর্মিলা