ঈদের তৃতীয় দিন ‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তারা।
Published : 16 Jun 2024, 12:35 AM
দেশের নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপাকে নাচের অনুষ্ঠানে দেখতেই দর্শকেরা অভ্যস্ত। সেই অভ্যস্ততায় এবার ছেদ পড়ছে। বিটিভিতে এবারের ঈদের অনুষ্ঠানে নাচে নয়, শিবলী ও নিপাকে পাওয়া যাবে গানে।
ঈদের তৃতীয় দিন বেলা ১১টায় ‘বৃত্তের বাইরে’ শিরোনামের অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিবলী ও নিপা।
বাংলাদেশ টেলিভিশন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এল রুমা আকতারের প্রযোজনায় ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিরা। অনুষ্ঠানটিতে তারা নিজ পেশার বাইরে পছন্দের কোনো একটি বিষয় পরিবেশন করবেন। ওই অনুষ্ঠানের জন্যই নাচের বদলে গানকে বেছে নিয়েছেন শিবলী ও নীপা।
‘বৃত্তের বাইরে’ উপস্থাপনা করেবেন সাবেক নারী ফুটবল দলের কোচ ডালিয়া আক্তার, বর্তমানে তিনি পুরুষ হ্যান্ডবলের কোচ।
সেখানে পুলিশের এক কর্মকর্তা গাইবেন আধুনিক গান। এক চিকিৎসক বাঁশি বাজিয়ে শোনাবেন। একজন শুটার নৃত্য পরিবেশনও করবেন।
এছাড়াও ঈদুল আজহা উপলক্ষে বিটিভিতে প্রচারিত হবে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’। ‘ঈদের সময় আনন্দে ভাসতে চাই, প্রজাপতির মত উড়তে চাই’-এই থিমে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। নাচ, গান, জাদু, অ্যাক্রোবেটিক এবং দর্শকের অংশগ্রহণে গেমস শো নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে অর্ণি ও বৃন্ত। ইয়াসমিন আক্তার ও মাহেদুর রহমানের প্রযোজনায় ‘ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের দিন বেলা ১১টা ১৫ মিনিটে।
ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টা ২০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রচারিত হবে ‘গমন পথ’শিরোনামে আরেকটি অনুষ্ঠান।