মায়ের কোলে শুয়ে ঘুমাতে ঘুমাতেই রাজ্য যেভাবে শুটিং স্পটে পৌঁছায়, তার একটি ছবি পরীমনি শুক্রবার শেয়ার করেছেন ফেইসবুকে।
Published : 27 Oct 2023, 10:54 AM
গত সাতদিন ধরে ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি ডুবে আছেন তার নতুন কাজ 'ডোডোর গল্প' সিনেমার শুটিংয়ে।
মাঝে অসুস্থতার জন্য কাজ এগোয়নি। তাই এখন কাজে গতি এনে সকাল হতেই বেরিয়ে পড়েন শুটিংয়ে। আর সঙ্গে থাকে এক বছর বয়সী ছেলে রাজ্য।
সকাল সকাল যখন কাজে বের হন এই নায়িকা, তখনও রাজ্যর ঘুম ভাঙে না। মায়ের কোলে শুয়ে ঘুমাতে ঘুমাতেই রাজ্য যেভাবে শুটিং স্পটে পৌঁছায়, তার একটি ছবি পরীমনি শুক্রবার শেয়ার করেছেন ফেইসবুকে।
পোস্টের ক্যাপশনে পরীমনি লিখেছেন, "সে এভাবে সকাল সকাল ঘুমু করতে করতে মায়ের সাথে কাজে যায় !"
কমেন্টে রাজ্যর জন্য ভালোবাসা জানিয়েছেন পরীমনির ভক্ত-অনুরাগীরা। অনেকে মা-ছেলের 'একাকী' জীবনকে 'সংগ্রামী জীবন' বলেছেন।
নায়ক শরীফুল রাজের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর থেকে যে জীবন পরীমনি যাপন করছেন তাতে তিনি এক 'নতুন পরীমনি' হয়ে উঠেছেন বলেও মনে করেন।
এখন কীভাবে দিন শুরু এবং শেষ হয়, সে বিষয়ে এর আগে সংবাদমাধ্যমকে পরীমনি বলেছিলেন, তার জীবনে এখন 'কোনো অশান্তি নেই'।
" রাজ্য আছে সঙ্গে, আর কি চাই?" বলেন তিনি।
পরীমনি বলেছিলেন, আগে সোশ্যাল মিডিয়াতে তার সময় চলে যেত অনেক, এতে ঘুমের সময় কমে যেত।
"এখন রাতে জাস্ট পাঁচ মিনিটের জন্য ফেসবুকে থাকি। শোয়ার পর ঘুম চলে আসে। শান্তির ঘুম। শুটিং কল সাতটায় থাকলে ভোর পাঁচটায় উঠে যাই। বাচ্চার জন্য সবকিছু প্রস্তুত করে, ঠিক সময়ে বেরিয়ে পড়ি শুটিংয়ে। মাঝেমধ্যে আমি নিজেই ভাবি, আমি এক নতুন পরীমনি।"
ডোডোর গল্প সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধছেন পরী। সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন নির্মাতা রেজা ঘটক।
এতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় এটি।
সামনে ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে পরীমনিকে। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনম বিশ্বাস।
এছাড়া ‘খেলা হবে’ নামের একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এই সিনেমায় পরীমনির সঙ্গে কাজ করছেন শবনম বুবলী।