ভারতীয় সেনা মহলে সাহস, বীরত্ব ও রসবোধ সব মিলিয়ে স্যাম বাহাদুর এক কিংবদন্তী। মেঘনা গুলজারের পরিচালনায় সেই ফিল্ড মার্শাল স্যাম মানেকশর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। শুক্রবার প্রকাশ্যে হয়েছে ‘স্যাম বাহাদুর’ সিনেমার ১ মিনিট ২৫ সেকেন্ডের টিজার। টিজারে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখা গেছে স্যামকে। দৃঢ়চেতা, নিজের লক্ষ্যে ও দায়িত্বে অটল স্যামকে সেনাদের উদ্দেশে বলতে শোনা গেছে, “এখানে স্যাম আছে, সেনা কোনোভাবেই পিছু হটবে না।” এমনকি দেশের স্বার্থে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। পুরো টিজারজুড়ে স্যাম মানেকশ রূপে নজর কেড়েছেন ভিকি কৌশল। সিনেমায় স্যাম বাহাদুরের স্ত্রী সিলু মানেকশর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। আর ফতিমা সানা শেখ হয়েছেন ইন্দিরা গান্ধী। অভিনেতা নীরজ কবিকে দেখা যাবে জওহরলাল নেহেরুর চরিত্রে। পাকিস্তানের সামরিক শাসক হয়েছেন মহম্মদ জিসান আয়ুব। ১ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্যাম বাহাদুর’।
Published : 13 Oct 2023, 09:47 PM