দেশের ৩০টি প্রেক্ষাগৃহে চলছে ‘স্ত্রী ২’।
Published : 02 Nov 2024, 05:31 PM
ভারতে হিন্দি সিনেমার দর্শক মাতানোর পর দেশের প্রেক্ষাগৃহে এসেছে সাড়া তোলা বলিউডি সিনেমা ‘স্ত্রী ২’।
সাফটা চুক্তির আওতায় আনা সিনেমাটি শুক্রবার থেকে চলছে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে।
আর ‘স্ত্রী ২’ সিনেমার বিপরীতে ভারতে গেছে বাংলাদেশের ‘প্রহেলিকা’।
আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি গ্লিটজকে জানিয়েছেন, ‘স্ত্রী ২’ গত সপ্তাহে মুক্তি দেওয়ার কথা ছিল।
“তবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি মিলতে দেরি হওয়ায় সেটা সম্ভব হয়নি।”
শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি ভারতে মুক্তি পায় গত ১৫ অগাস্ট। অমর কৌশিক পরিচালিত সিনেমাটি ভারতের বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বিশ্বব্যাপী এ সিনেমার আয় প্রায় ৯০০ কোটি রুপি।
‘স্ত্রী ২' এ আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তামান্না ভাটিয়া। এটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস এবং লিখেছেন নীরেন ভাট।
ভারতে যাওয়া ‘প্রহেলিকা’ পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী।
দীর্ঘ আট বছর পর প্রহেলিকার মধ্য দিয়ে বড় পর্দায় ফেরেন মাহফুজ আহমেদ। সিনেমাটি মুক্তির পর দেশ এবং দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছিল।
‘প্রহেলিকা’তে আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ আরো অনেকে। রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।