“যে সময়টা সেটা হচ্ছে প্রাক বর্ষা। এ সময়ে আবহাওয়া ক্ষণে ক্ষণে পরিবর্তন হওয়ার প্রবণতা আছে।“
Published : 21 Apr 2025, 04:09 PM
সামনের কয়েকদিনে দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টি ঝরলেও, মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার দিনের শুরুতে রাজধানীর আকাশ ঢেকে যায় কালো মেঘে। পরে এক পশলা বৃষ্টিও হয়। তবে বেলা বাড়তে রোদের দেখা মিললেও, দুপুরের পর ফের আকাশ মেঘলা হয়ে যায়। সেই সঙ্গে তাপমাত্রাও বাড়ে।
আগামী কিছুদিন আবহাওয়া এমন থাকলেও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন যে সময়টা সেটা হচ্ছে প্রাক বর্ষা। এ সময়ে আবহাওয়া ক্ষণে ক্ষণে পরিবর্তন হওয়ার প্রবণতা আছে। আগামী দুই-তিন দিনে তাপমাত্রাটা একটু বাড়বে।
“এই সময়টার নিয়মই হচ্ছে, যখন একটু বৃষ্টিপাত হবে, তখন তাপমাত্রা সহনশীল পর্যায়ে থাকবে। আবার বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রাটা বেড়ে যাবে।“
আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকাল ৯টার বুলেটিনে জানানো হয়েছে,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর হাতিয়ায়।
এছাড়া, নেত্রকোণায় ৪৬ মিলিমিটার, ময়মনসিংহে ৩৫ মিলিমিটার, নোয়াখালীর মাইজদীকোর্টে ৩১ মিলিমিটারসহ দেশের বেশ কিছু স্থানে কম বেশি বৃষ্টিপাত হয়েছে।
এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলীতে ২০ ডিগ্রি সেলসিয়াস।