ভারতীয় সেনারা যেভাবে মাটিতে হামা দিয়ে সামনের দিকে আগায় সেভাবে কসরত করেছেন; এমনকি লাফিয়ে জ্বলন্ত কয়লাও পার হয়েছেন অভিনেতা।
Published : 13 Nov 2023, 07:12 PM
শিগগিরি বড় পর্দায় আসছে ‘স্যাম বাহাদুর’। মেঘনা গুলজারের পরিচালনায় ফিল্ড মার্শাল স্যাম মানেকশর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। জানা গেছে, এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে অভিনেতাকে। সম্প্রতি সেই পরিশ্রমের গল্পই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ভিকি।
স্যাম বাহাদুর হয়ে ওঠার জন্য কতটা কসরত করতে হয়েছিল তা জানাতে শুক্রবার ইনস্টাগ্রামে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।
ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমি অবশ্যই বলব যে ৬ শিখ রেজিমেন্ট থেকে আমি দারুণ অভ্যর্থনা পেয়েছিলাম যখন আমি দিল্লি গিয়ে স্যাম বাহাদুর সিনেমার ট্রেইলার লঞ্চ করেছিলাম।”
ভিডিওতে রীতিমত কঠিন আর্মি ট্রেনিং নিতে দেখা গেছে ভিকিকে। ভারতীয় সেনারা যেভাবে মাটিতে হামা দিয়ে সামনের দিকে আগায়, সেভাবে কসরত করেছেন; এমনকি লাফিয়ে জ্বলন্ত কয়লাও পার হয়েছেন। তবে কেবল কাজই নয়, ভারতীয় সেনাদের সঙ্গে হাসিঠাট্টায়ও মজেছেন অভিনেতা।
এর আগেও অভিনেতাকে ‘উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় ভারতীয় সেনার চরিত্রে দেখা গেছে।
অতীতে ভিকি ভারতীয় সেনার চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলেছিলেন, “আমার এই সিনেমাগুলোর সব থেকে বড় পাওয়া তখনই হয় যখন সেটা ভারতীয় সেনাদের ভালো লাগে; তারা প্রশংসা করেন। আর সিনেমায় যখন ইউনিফর্ম পরে অভিনয় করি আমি, তখন আলাদা একটা অনুভুতি কাজ করে।”
অক্টোবরে প্রকাশ্যে এসেছিল ‘স্যাম বাহাদুর’ সিনেমার টিজার।
দৃঢ়চেতা, নিজের লক্ষ্যে ও দায়িত্বে অটল স্যামকে সেনাদের উদ্দেশে বলতে শোনা গেছে, “এখানে স্যাম আছে, সেনা কোনোভাবেই পিছু হটবে না।”
এমনকি দেশের স্বার্থে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও বাকযুদ্ধে জড়ান তিনি।
‘স্যাম বাহাদুর’ সিনেমায় স্যামের স্ত্রী সিলু মানেকশর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। ইন্দিরা গান্ধী হয়েছেন ফতিমা সানা শেখ। অভিনেতা নীরজ কবিকে দেখা যাবে জওহরলাল নেহেরুর চরিত্রে; পাকিস্তানের সামরিক শাসক হয়েছেন মহম্মদ জিসান আয়ুব।
১ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্যাম বাহাদুর’।