কিছু সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ঈদ উৎসবে।
Published : 01 Apr 2025, 10:52 AM
ঈদ উপলক্ষে টেলিভশন স্টেশনগুলো তিনদিন ধরে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে। সেসবের মধ্যে তিনদিনই বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানোর পরিকল্পনা রেখেছে টেলিভিশন স্টেশনগুলো।
এসব সিনেমার মধ্যে সুপারস্টার শাকিব খানের সিনেমা বেশি চলছে।
কিছু সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ঈদ উৎসবে।
ঈদের দ্বিতীয় দিন মঙ্গলকার 'দরদ','তুফান'সহ দেখানো হবে আরো কয়েকটি সিনেমা।
চ্যানেল আইয়ে 'দরদ'
ঈদের দ্বিতীয় দিনে প্রচার হবে শাকিব খান অভিনীত 'দরদ' সিনেমা। সকাল সোয়া ১০টায় দেখা যাবে সিনেমাটি। অনন্য মামুনের পরিচালনায় এই সিনেমাটি গেল বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারপর গত জানুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হয়।
ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’।
চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।
‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
এনটিভিতে 'আশিকী' ও 'মায়া দ্য লাভ'
এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৫ মিনিটে দেখা যাবে সিনেমা 'আশিকী'। এটি পরিচালনা করেছেন অশোক পাতি ও আব্দুল আজিজ। সিনেমায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও নুসরাত ফারিয়া।
বিকেল সাড়ে ৪টায় দেখা যাবে 'মায়া দ্য লাভ'। পরিচালনা করেছেন জসিম উদ্দীন জাকির। অভিনয় করেছেন সাইমন সাদিক, শবনম বুবলী, রোশান, আনিসুর রহমান মিলন। গত বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
আরটিভিতে ‘যদি একদিন' ও ডার্কওয়ার্ল্ড
ঈদের দ্বিতীয় দিন সকাল শুরু হবে আরটিভির 'যদি একদিন' সিনেমা দিয়ে। সিনেমাটি দেখা যাবে সকাল ১০টা ১০ মিনিটে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন তাহসান খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাসকিন রহমানসহ অনেকে।
দুপুর ২টা ১০ মিনিটে দেখা যাবে 'ডার্কওয়ার্ল্ড’। গত বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার সিনেমাটি টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে আরটিভিতে। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি ও দেশের অভিনেতা মুন্না খান।
বৈশাখীতে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’
বৈশাখী টেলিভিশনে দুপুর আড়াইটায় দেখা যাবে সিনেমা ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’। এস এ হক অলিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, দিলারা হানিফ পূর্ণিমা, রাজ্জাক, আফজাল শরীফসহ অনেকে।
মাছরাঙ্গা টেলিভিশনে 'ধ্যাততেরিকি'
মাছরাঙ্গা টেলিভিশনে দুপুর আড়াইটায় দেখা যাবে 'ধ্যাততেরিকি' সিনেমা। শামীম আহমেদ রনির পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ও জিয়াউল রোশান। সিনেমার চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু।
দীপ্ততে 'ওমর' ও 'তুফান'
দীপ্ত টিভিতে সকাল ৯টায় দেখা যাবে সিনেমা 'ওমর'। সিনেমাটি টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। একটি খুন এবং সেটি ধামাচাপা দেওয়ার ঘটনা নিয়ে থ্রিলার গল্পের সিনেমা ‘ওমর’।
গত রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় দেখা গেছে, এলাকার প্রভাবশালী ব্যক্তি বড় মির্জা। তার ছেলে ছোট মির্জা এমন কোনো অপরাধ নেই, যা করে না। এক হোটেলে ছোট মির্জার সঙ্গে কথা কাটাকাটি হয় ওমরের। সেখানেই ধস্তাধস্তির একপর্যায়ে খুন হন ছোট মির্জা। তার লাশ লুকাতে দেখা যায় ছোট মির্জার বাড়িতেই।
‘ওমর’ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ; বিশেষ একটি চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসিরউদ্দিন খান, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিস আহমেদসহ আরও অনেকে।
শাকিবের 'তুফান' দেখা যাবে দুপুরে
একই দিন দুপুর ১টায় দেখা যাবে 'তুফান' সিনেমা। গত কোরবানির ঈদের সময়ে ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খানের ‘তুফান’।
রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।
শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।
এটিএন বাংলায় ‘রঙিন সুজন সখি'
ঈদের দ্বিতীয় দিন আড়াইটায় দেখা যাবে শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখি’ সিনেমা। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ।