‘স্বর্ণময়ী’ আসছে মঞ্চে

স্বর্ণময়ী ও ঈশা খাঁর প্রেমের উপাখ্যান নিয়ে মঞ্চে আসছে নাট্যধারার এই নাটক।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2022, 08:09 AM
Updated : 4 Nov 2022, 08:09 AM

স্বর্ণময়ী ও ঈশা খাঁর প্রেম কাহিনী নিয়ে রাজধানীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলের মঞ্চে আসছে নাটক ‘স্বর্ণময়ী’।

শুক্রবার সন্ধ্যায় ‘স্বর্ণময়ী’ মঞ্চস্থ হচ্ছে নাট্যধারার প্রযোজনায়। গাজী রহিসুল ইসলাম তমালের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন লিটু সাখাওয়াত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাট্যধারা জানিয়েছে, “বারো ভূঁইয়ার অন্যতম প্রধান ঈশা খাঁর দ্বিতীয় স্ত্রী স্বর্ণময়ী, হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে ঈশা খাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মতান্তরে জোর করে মুসলমান বানিয়ে যাঁকে ঈশা খাঁ বিবাহ করেছিলেন। সেই স্বর্ণময়ী ও ঈশা খাঁর প্রেমের অজানা উপাখ্যান নিয়ে মঞ্চে আসছে নাট্যধারার এই নাটক।”

‘স্বর্ণময়ী’ নাট্যধারার ২৮তম প্রযোজনা। এক দিনের শো শুরু হবে সন্ধ্যা ৭টায়।

উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন নাট্যকার আতাউর রহমান এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ, দীপান্বিতা, তমাল, পারভেজ, মাহবুব, লিটু, রফিকুল, ছন্দা, রুবেল, হাফসা, হাসিব, বায়েজিদ, অংকন ও রাই। নাটকের আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন হেনরি পলাশ সেন।