বলিউডে সাতাশ বছরের অভিনয় জীবনে আটবছর পর্দার বাইরে ছিলেন মিস ইউনিভার্সের খেতাব জেতা অভিনেত্রী সুস্মিতা সেন। বিরতি থেকে ফের যখন অভিনয়ে ফিরেছিলেন, সেই প্রত্যাবর্তনও ছিল 'নিজের চেষ্টায়'।
হিন্দুস্তান টাইমস বলছে, সংবাদমাধ্যম মিডডেকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে খোলামেলা কথা বলেন সুস্মিতা সেন।
১৯৯৪ সালে মিস ইউনিভার্স হওয়া বাঙালি পরিবারের মেয়ে সুস্মিতা ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। তারপর থেকে অভিনয়েকেই ক্যারিয়ার করেছেন তিনি। এরমধ্যে হালের ওটিটি প্ল্যাটফর্ম যখন জনপ্রিয়তা পাওয়া শুরু করে ভারতে, তখন তিনি ফেরেন বিরতি থেকে।
সে সময় তার অভিনয়জীবন প্রায় ডুবতে বসেছিল ভালো কাজের অভাবে। সেই ‘ডুবুডুবু’ ক্যারিয়ারকে আবার তীরে ভেড়ায় ওটিটি। সুস্মিতা নিজেও ফেরার রাস্তায় ওটিটিকে যুৎসই বলে ধরে নেন।
এই অভিনেত্রীর ভাষ্য, ওই সময় তাকে কেউ কাজের প্রস্তাব দেয়নি। তিনি নিজে কাজের খোঁজ শুরু করেন। তবে এ জন্য হীনমন্যতায় ভোগেননি, বা লজ্জা-অস্বস্তিও গ্রাস করেনি তাকে।
“আমি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, হটস্টারের কর্তাব্যক্তিদের ফোন করেছিলাম। সোজাসুজি ফোন করে বলি আমি সুস্মিতা সেন, একজন অভিনেত্রী। আমি আবার ফিরতে চাই এবং কাজ করতে চাই”, বলেন সুস্মিতা
বিরতি নেওয়ার আগে সুস্মিতা সেনকে বাংলা সিনেমা 'নির্বাকে' দেখা গিয়েছিল।
এরপর ২০২০ সালে তিনি 'আরিয়া' ওয়েব সিরিজের হাত ধরে ফিরে আসেন। ডিজনি প্লাস হটস্টারে সুম্মিতার সিরিজটি জনপ্রিয়তা পায়।
আর চলতি বছরে মুক্তি পাওয়া 'তালি' ওয়েব সিরিজেও নজর কাড়েন সুস্মিতা। এই সিরিজে গৌরী সাওয়ান্তের চরিত্রে রূপদান করেন এই অভিনেত্রী।
গৌরী মহারাষ্ট্রের রূপান্তরকামী আন্দোলনের এক নেতা। তার জীবনের সংগ্রাম ও আন্দোলন নিয়ে মারাঠি নির্মাতা রবি যাদব ‘তালি’ নির্মাণ করেন ছয়টি পর্বে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্ষিতিজ পাটবর্ধন।
মাস কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। এনজিওপ্লাস্টি করার পাশাপাশি মূল ধমনীতে ব্লক ধরা পড়ায় হৃদযন্ত্রে স্টেন্ট পরেছিলেন তিনি।