চিঠির বদলে মিডলটনের কাছ থেকে ‘উষ্ণ বার্তা’ পাওয়ার কথা জানিয়েছেন
Published : 06 Nov 2024, 05:23 PM
নিজের ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার অভিজ্ঞতা তুলে ধরে ব্রিটেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনকে একটি চিঠি পাঠিয়েছিলেন বলিউডি অভিনেত্রী মনীষা কৈরালা।
চিঠির বদলে মিডলটনের কাছ থেকে ‘উষ্ণ বার্তা’ পাওয়ার কথা জানিয়েছেন মনীষা।
মনীষার ক্যান্সার মুক্ত হওয়ার পর এক দশক পেরিয়েছে; কেট মিডলটনের এই রোগের চিকিৎসা চলছে। আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়ার মধ্যেই চলতি বছর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ছিলেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ব্রিটেনের ভবিষ্যৎ রানির ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানার পর মনীষা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন।
মনীষা এক সাক্ষাৎকারে বলেন, "অভিজ্ঞতা জানাতে ব্রিটেনের রানীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। যোগাযোগ করার পর অবশেষে যুবরানির কাছ থেকে বার্তা পেলাম। তার কাছ থেকে এমন 'উষ্ণ প্রতিক্রিয়া' পেয়ে আমি আনন্দিত এবং তার সুস্থতা কামনা করছি।"
যদিও দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা খোলসা করেননি অভিনেত্রী।
২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হন মনীষা। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। রোগে ভুগে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন মনীষা। একাকিত্ব গ্রাস করেছিল বলে ভাষ্য অভিনেত্রীর। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন তিনি।
মনীষা মনে করেন, ক্যানসার রোগের চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। নিজের কৈরালা দাতব্য সংস্থা থেকে ক্যান্সার রোগীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিনি।
মনীষা বলেন, “আমি জানি এই জার্নিটা কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং হতে পারে। তবে আমি বিশ্বাস করি অন্যদের মধ্যে এর বাস্তবতা ও সচেতনতা ছড়িয়ে দিতে পারলে তাদের মধ্যেও একটা পরিবর্তন আসতে পারে। আর এই কাজটি করা আমাদের সকলের জন্য অপরিহার্য"।
কিছুদিন আগে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ সিরিজ দিয়ে অভিনয়ে ফেরাকে ‘দ্বিতীয় জীবন’ হিসেবে বর্ণনা করেছেন মনীষা।
তার অভিনীত ‘মল্লিকা জান’ চরিত্রটি নজর কেড়েছে দর্শক ও সমালোচকদের।