সিসিমপুর ‘সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক’- শিরোনামে শিশুদের জন্য সচেতনতামূলক মজার একটি ভিডিও বানিয়েছে।
Published : 26 Jul 2023, 04:14 PM
বাঘ দিবসকে সামনে রেখে শিশুদের কাছে বাঘের গুরুত্ব এবং এই প্রাণীটির নিরাপত্তার বার্তা নিয়ে বিশেষ প্রচার শুরু করেছে সিসিমপুর।
আর সেই প্রচারে সিসিমপুরের বাঘ চরিত্র ‘হালুমের’ সঙ্গে অংশ নিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিমপুর বলেছে, আগামী ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসকে সামনে রেখে ইউনেস্কো ঢাকা অফিস, আইইউসিএন এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগ এবং সহযোগিতায় বাঘ নিয়ে এই প্রচার শুরু করা হয়েছে।
এর অংশ হিসেবে ‘সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক’ শিরোনামে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সচেতনতামূলক মজার একটি ভিডিও।
ভিডিওতে তিশা এবং হালুমকে বাঘ নিয়ে আড্ডায় মেতে থাকতে দেখা গেছে, যেখানে প্রকৃতিতে বাঘের গুরুত্ব, বাঘেদের ভালো এবং নিরাপদ রাখা কেন দরকার, সেসব নিয়ে আলোচনা হয়েছে।
সচেতনতা ও বিনোদনমূলক বিশেষ ভিডিওটি বিশ্ব বাঘ দিবসে সিসিমপুরের ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার করা হবে বলেও জানিয়েছে সিসিমপুর।
এছাড়াও দিবসটি উপলক্ষে শিশুদের জন্য কুইজের আয়োজন করা হয়েছে সিসিমপুরের ফেইসবুক পেইজে। যেখানে সিসিমপুরের হালুম ‘বাঘ’ নিয়ে মজার মজার সব প্রশ্ন নিয়ে হাজির হবে শিশুদের সামনে।