কানে ‘ভিন্ন আঙ্গিকে দেখা’ বিভাগে পুরস্কার জিতল রুশ সিনেমা

কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সেঁত্রা রিগা’ বা ‘ভিন্ন আঙ্গিকে দেখা’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে রাশিয়ার নির্মাতা কিরা কোভালিয়াঙ্কার চলচ্চিত্র ‘আনক্লিনজিং দ্য ফিস্টস’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2021, 08:03 PM
Updated : 16 July 2021, 08:03 PM

শুক্রবার কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের দেবুসি থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) এ বিভাগে মোট ছয়টি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয় বলে জানিয়েছে হলিউড রিপোর্টার।

‘আঁ সেঁত্রা রিগা’ বিভাগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি চলচ্চিত্র নিয়ে কান উৎসবের পর্দা উঠেছিল ৬ জুলাই; দুই সপ্তাহ ধরে চলচ্চিত্রগুলোর প্রদর্শনী শেষে উৎসবের সমাপ্তির আগের দিন এল ‘ভিন্ন আঙ্গিকে দেখা’ সিনেমাগুলোর পুরস্কারের ঘোষণা।

এ বিভাগে জুরি পুরস্কার পেয়েছে অস্ট্রিয়ার নির্মাতা সেবাস্টিয়ান মেইজের ‘গ্রেট ফ্রিডম’।

‘এনসেম্বল প্রাইজ’ পেয়েছে ফ্রান্সের নির্মাতা হাফসিয়া হেরজির চলচ্চিত্র ‘গুড মাদার’। ‘প্রাইজ অব কারেজ’ পেয়েছে বেলজিয়াম, মেক্সিকো ও রোমানিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘লে সিভিল’; এটি পরিচালনা করেছেন থিওডোরা আনা মিহাই।

‘প্রাইজ অব অরিজিনালিটি’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে আইসল্যান্ডের তরুণ নির্মাতা ভ্লাদিমির জনসনের ‘ল্যাম্ব’। স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে তাতিয়ানা হুয়েজোর ‘প্রেয়ারস ফর দ্য স্টোলেন’।

এ বিভাগের ১৯টি চলচ্চিত্রের মধ্যে প্রথমবারের মত কোনো বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। চলচ্চিত্রটি কোনো পুরস্কার না পেলেও বাংলাদেশের দর্শকদের মাঝে আলাদা আবেদন তৈরি করেছে।

নির্মাতা সাদ, অভিনেত্রী বাঁধনের সঙ্গে প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, কালারিস্ট চিন্ময় রায় ও শব্দ প্রকৌশলী শৈব তালুকদার কানে রয়েছেন।

শনিবার কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামার পরদিন রোববার বাংলাদেশে ফিরবেন তারা।