‘পূর্ণগ্রাসের কাল’-এর ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার

জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পূর্ণগ্রাসের কাল’-এর ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে ওটিটি প্লাটফর্ম লাগভেলকিতে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 06:31 AM
Updated : 1 Oct 2020, 06:31 AM

উগ্রপ্রন্থী ও মৌলবাদের দৃশ্যপট ও পরিণতির চিত্র তুলে ধরে চলচ্চিত্রটির নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকী।

এতে একজন প্রগতিশীল লেখক ও চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

নির্মাতা জায়েদ সিদ্দিকী বলেন, “এই চরিত্রের সংবেদনশীলতা এতটাই বাস্তব সম্মত যেন এটি মৌলবাদের বিরুদ্ধে বার্তা বহন করে । তরুণদের জন্য এই চলচ্চিত্রটি নিঃসন্দেহে অর্থবহ এবং মৌলিক প্রেক্ষাপটে নির্মিত।”

ছবিটি এখন পর্যন্ত ৬ দেশে ১৫ টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং পিস চলচ্চিত্র উৎসব ২০১৯ এ জুরি পুরস্কারসহ মোট ৩ টি পুরস্কার অর্জন করেছে।

এছাড়া ছবিটি কানাডার উনিপিগ শহরে উনিপিগ রোটারি ক্লাব ও কনফ্লিক্ত এন্ড রেসিলিয়ান্স রিসার্চ ইন্সিটিউট কানাডার যৌথ উদ্যোগে রোটারি পিস ইভেন্ট ২০২০- এ প্রদর্শিত হয়েছে সেপ্টেম্বরে।