জি ফাইভে পরমব্রত চট্টোপাধ্যায়ের চলচ্চিত্র ‘টিকিটাকা’

ওয়েব কনটেন্ট প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত হিন্দি-বাংলা দ্বি ভাষিক চলচ্চিত্র ‘টিকিটাকা’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 12:41 PM
Updated : 16 Sept 2020, 12:41 PM

১১ সেপ্টেম্বর থেকে ছবিটি জি-ফাইভে স্ট্রিমিং চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক মাদক চক্র ও দুই বিদেশি বন্ধুর গল্পে নির্মিত ছবিটি ২০১৮ সালে ‘খেলেজি আজগুবি’ শিরোনামে নির্মাণ করেছিলেন পরমব্রত। সেটির নাম বদলে ‘টিকিটাকা’ শিরোনামে মুক্তি দেওয়া হয়েছে। ছবির গল্প লিখেছেন রোহান ঘোষ ও শৌভিক ব্যানার্জি।

পরিচালনার পাশাপাশি কমেডি ঘরানার এ ছবিতে অভিনয়ও করেছেন পরমব্রত। সঙ্গে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো তারকা অভিনয়শিল্পীরা।

টিকিটাকা ছাড়াও সেপ্টেম্বরে আরও বেশ কয়েকটি কনটেন্ট প্রকাশ করেছে জি ফাইভ।

এর মধ্যে রয়েছে, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের শিশু-কিশোরদের জন্য লেখা গোয়োন্দা কাহিনি ‘পান্ডব গোয়েন্দা’ অবলম্বনে বিশেষ শো, দাদাগিরি সিজন ফিনালে, মিরাক্কেল সিজন ১০, সারেগামাপা ২০২০ গ্রান্ড প্রিমিয়ার।