রোহিঙ্গাদের নিয়ে প্রসূন রহমানের প্রামাণ্য চলচ্চিত্র ‘নিগ্রহকাল’

রোহিঙ্গা শরণার্থী শিবিরের অভ্যন্তরীণ জীবন-সংগ্রাম ও তাদের জন্মভূমিতে ফিরে যাওয়ার আকুতিকে ধারণ করে ‘জন্মভূমি’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণের পর এবার তাদেরকে নিয়ে দেশে তৈরি হওয়ার সংকটকে প্রামাণ্য চিত্রে তুলে আনলেন পরিচালক প্রসূন রহমান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 06:05 AM
Updated : 14 Nov 2019, 06:05 AM

আইসিএলডিএসের নিবেদনে ‘নিগ্রহকাল’ শিরোনামে প্রামাণ্য চলচ্চিত্রটি ছবিটি প্রযোজনা করছে ইমাশন ক্রিয়েটর।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে বিস্তারিত জানান নির্মাতা।

প্রসূন রহমান বলেন, “২০১৭ সালের অগাস্টে রোহিঙ্গাদের উপর হত্যাকাণ্ড চালানো হলে তারা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দেওয়া হলেও তারা এ দেশের জন্য বড় সংকট তৈরি করেছে। সেই সংকটের বিষয়গুলোই তুলে আনা হয়েছে চলচ্চিত্রে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইসিএলডিএসের নির্বাহী পরিচালক মেজর জেনারেল আব্দুর রশিদ, আইসিএলডিএসের পরিচালক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মহাখালী এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন কর হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর তারিক আহমেদ সিদ্দিকী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ ছাড়াও সাংবাদিক, কূটনীতিবিদ, গবেষক, ইতিহাসবিদ ও নিরাপত্তা বিশ্লেষকরা উপস্থিত থাকবেন।