হাছন রাজার জন্মভূমি সিলেটে ‘হাছনজানের রাজা’

সিলেটের তিন মঞ্চে প্রদর্শিত হতে যাচ্ছে প্রাঙ্গনেমোর নাট্যদলের নাটক ‘হাছনজানের রাজা’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 01:42 PM
Updated : 5 Dec 2018, 01:42 PM

সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষন শ্রী আর সিলেটের একাংশ নিয়ে পাঁচ লাখ বিঘার বিশাল অঞ্চলের জমিদার ছিলেন মরমী গীতিকবি হাছন রাজা। তার জীবননির্ভর নাট্যপ্রযোজনা ‘হাছনজানের রাজা’ মঞ্চস্থ করে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে নাট্যদল প্রাঙ্গনেমোর।

শাকুর মজিদের রচনা ও অনন্ত  হিরা’র নির্দেশনায় নাটকটি এবার মঞ্চায়িত হবে হাছন রাজার জন্মভূমি সিলেটে।

প্রাঙ্গনেমোর জানায়, সিলেট বিভাগের তিনটি মঞ্চে প্রদর্শিত হবে ‘হাছনজানের রাজা’। এর মধ্যে, ৬ ডিসেম্বর মঞ্চায়িত হবে সিলেট স্টেশন ক্লাব মিলনায়তন, ৭ ডিসেম্বর সিলেট নজরুল অডিটোরিয়াম ও ৯ ডিসেম্বর সুনামগঞ্জ হাছনরাজা অডিটোরিয়ামে নাটকটি মঞ্চায়তি হবে।

‘হাছনজানের রাজা’ নাটকটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা। এ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। সংগীত পরামর্শক হিসেবে ছিলেন হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, সংগীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু, আলোক পরামর্শক-ঠাণ্ডু রায়হান, আলোক পরিকল্পনা তৌফিক আজীম রবিন এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

‘হাছনজানের রাজা’ নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন ও রুমা।

চলতি বছর ২০ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমীতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।