সোনারগাঁও যাচ্ছে ‘চিত্রাঙ্গদা’

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চলমান মাসব্যাপী ‘লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০১৮’-এ মঞ্চস্থ হবে স্বপ্নদলের এই প্রযোজনাটি ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2018, 11:25 AM
Updated : 9 Feb 2018, 11:25 AM

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আমন্ত্রণে এই উৎসবে শুক্রবার সন্ধ্যা ৬ টায় ‘চিত্রাঙ্গদা’র মঞ্চায়ণ হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ দুই ভিন্ন সময়ে এবং দু’টি আলাদা আঙ্গিকে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

১৮৯২ সালে তার একত্রিশ বছর বয়সে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬ সালে পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ সুপরিচিত এবং এটি দেশে-বিদেশে বিভিন্ন দলের মাধ্যমে অসংখ্যবার মঞ্চায়িত হয়েছে।

স্বপ্নদলের প্রযোজনাটি নির্মিত হয়েছে রবীন্দ্রনাথের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে।

‘চিত্রাঙ্গদা’ প্রযোজনায় পারফর্ম করেছেন, সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, রানা, সামাদ, জেবু, শাওন, সম্রাট, ঊষা, তানিয়া, অপু, সুমাইয়া, সুকুমার, অনিন্দ্য, বিপুল, আলী, বিমল প্রমুখ।

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ২০১১-তে রবীন্দ্র সার্ধশতবর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত।

বাংলাদেশ ও ভারতে এ পর্যন্ত প্রযোজনাটির ৫৮টি সফল প্রদর্শনী হয়েছে।