যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটি গঠন

যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণে নতুন প্রিভিউ কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 04:04 PM
Updated : 20 Jan 2018, 04:04 PM

গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, “কমিটিতে যারা আছেন তাদেরকে চিঠি পাঠানো হয়েছে দিন তিনেক আগে। কমিটি আমিসহ মোট ৮ জন আছি।”

কমিটির সভাপতি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। সদস্য হিসেবে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব শাহিন আরা বেগম, প্রযোজক ও পরিবেশক সমিতির সরকারি প্রশাসক রথীন্দ্রনাথ রায়, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সদস্যসচিব বিএফডিসির পরিচালক (উৎপাদন) স্বপন কুমার ঘোষ।

শিগগিরই তাদের নাম তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গত বছরের শেষ দিকে চলচ্চিত্র পরিবারের আন্দোলনের মুখে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ সাময়িকভাবে স্থগিত করে নতুন নীতিমালা তৈরির ঘোষণা দেওয়া হয়। গত বছরই ডিসেম্বরে যৌথ প্রযোজনার নীতিমালার প্রকাশের পর এবার প্রিভিউ কমিটির তালিকাও চূড়ান্ত করা হলো।