খলচরিত্রে শতাব্দী ওয়াদুদ

‘গেরিলা’, ‘চোখের কাজল’সহ বেশকিছু চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। এবার ‘নিবাস’ নামে আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করলেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 01:29 PM
Updated : 15 Dec 2017, 01:29 PM

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রানা মাসুদ। তিনি গ্লিটজকে বলেন, “সমাজের দালাল টাইপের একটি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। তিনি নানা ফাঁদে ফেলে মানুষকে প্রতারিত করেন।”

চলচ্চিত্রের ‘নিবাস’ নামে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মারমা তরুণ ইয়াং থং চং। নভেম্বরের প্রথম সপ্তাহে বান্দরবানে চলচ্চিত্রটির শুটিং হয়েছে।

নির্মাতা বলেন, “পৃথিবীতে মানবতার বিপর্যয় ঘটছে প্রতিনিয়ত। দেশে সাঁওতালদের উচ্ছেদ করা হচ্ছে। রোহিঙ্গারা নিজ দেশ থেকে বিতাড়িত। কিন্তু বেঁচে থাকার অধিকার নিয়েই সবাই পৃথিবীতে আসে। জাতিগত নিধনকে প্রতীকিভাবে তুলে আনা হয়েছে চলচ্চিত্রে।”

শনিবার সন্ধ্যা ৭টায় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলসহ ছবির কলাকুশলীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নির্মাতা।