নিজের ছবির সংখ্যা জানেন না শাকিব

রাশেদ রাহা’র পরিচালনায় ‘নোলক’ নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 03:41 PM
Updated : 22 Nov 2017, 04:21 PM

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। চুক্তিবদ্ধ হওয়া ‘নোলক’ ক্যারিয়ারের কত নম্বর ছবি তা জানেন না শাকিব খান। মঙ্গলবার চলচ্চিত্রটির জমকালো মহরত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব। কতো তম ছবিতে চুক্তিবদ্ধ হলেন? গ্লিটজের এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, “গোনা হয়নি, এখন ছবি গোনার সময় না। এখন ছবি করার সময়। যখন বুড়ো হবো তখন হিসেব করতে বসবো।”

১৯৯৯ সালে চলচ্চিত্রে অভিষেক হওয়া এ নায়কের বর্তমান ছবির সংখ্যা দেড় শতাধিক। ১৯ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ৩৮বছর বয়স্ক এ নায়ক ঢাকাই চলচ্চিত্রে একাধিপত্য করছেন। “এক নায়ক দিয়ে কতোদিন ইন্ডাস্ট্রি চলবে?” সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, “আগে তো ইন্ডাস্ট্রিটা দাঁড়াতে হবে। সব সময়ই কেউ না কেউ ইন্ডাস্ট্রির হাল ধরেন। ইন্ডাস্ট্রি যদি স্থিতিশীল থাকে তাহলে ধীরে ধীরে অন্যরাও সুযোগ পাবে নিজেদের প্রতিষ্ঠিত করার।”

চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার ধরে রাখতে তরুণদের ওপরই ভরসা রাখছেন শাকিব। ‘নোলক’ চলচ্চিত্রটিকে আখ্যায়িত করলেন ২০১৮ সালের একটি আধুনিক বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে। নতুন নির্মাতাদের প্রসঙ্গে মহরতে শাকিব বলেন, “চলচ্চিত্র তারুণ্যের খেলা। টিএনজরা যে ছবি করে তা সুপারহিট হয়। এই ছবির সবাই ইয়াং। ডিরেক্টর ইয়াং, প্রডিউসারও ইয়াং। আর স্টোরি রাইটার ইয়াং না হলেও এ যুগের। এখন ছবিটা সুন্দরভাবে শেষ করার চেষ্টা করবো। স্বপ্নের চলচ্চিত্র পুরো দেশের কাছে দ্রুত পৌঁছানোর চেষ্টা করবো।”

ফেরারী ফরহাদের চিত্রনাট্যে রাখাল রাহার পরিচালনায় চলচ্চিত্রটি প্রযোজনা করছেন ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’ এর সত্ত্বাধিকারী সাকিব সালিম। পরিচালক রাশেদ রাহা বলেন, “এর আগেও শাকিব খান নায়িকা ববির সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। আমি দর্শকদের কথা দিচ্ছি একেবারেই ভিন্ন লুকে, নতুন ধরনের চরিত্র নিয়ে পর্দায় হাজির হবেন শাকিব খান। ববিকেও দর্শক আলাদাভাবে পাবে। আমরা আগামী সপ্তাহেই ছবির শুটিং শুরু করব। বাংলাদেশে শুটিং করার ইচ্ছা নেই। ভারতে আমরা শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।”  

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, নির্মাতা কাজী হায়াত, চিত্রনায়িকা মৌসুমী, জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আবদুল আজিজ সহ ছবির কলাকুশলীরা।