বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন ‘ব্র্যাঞ্জেলিনা’?
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2017 09:25 PM BdST Updated: 14 Aug 2017 09:25 PM BdST
প্রথম থেকেই হলিউডের জনপ্রিয় তারকাজুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ মেনে নিতে পারেনি ভক্তরা। মনোমালিন্য ভুলে আবারও এক ছাদের নিচে ফিরবেন তারা- এমনটাই চেয়েছিলেন সবাই। এবারে কি তবে সত্যি হতে যাচ্ছে তাদের সে প্রার্থনা?
২০১৬’র সেপ্টেম্বরে আলাদা হওয়ার ঘোষণা দেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ভালোবেসে এ জুটিকে ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেই ডাকতেন ভক্তরা। দীর্ঘ ১২ বছরের সম্পর্কচ্ছেদের এ খবরে সে সময় রীতিমতো আকাশ থেকেই পড়েছিলেন সবাই। বিচ্ছেদ আবেদনে ব্র্যাড পিটের মদ্যপান ও সন্তানদের প্রতি দুর্ব্যবহারকে প্রধান কারণ হিসেবে অবহিত করেছিলেন ‘ম্যালিফিসেন্ট’ অভিনেত্রী।
ইউএস উইকলি’র এক প্রতিবেদন জানায়, বিচ্ছেদ ভুলে আবারও সংসারে ফেরার কথা ভাবছেন জোলি। ছয় সন্তানের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিতে চাইছেন তিনি।
৪২ বছর বয়সী জনৈক এক ব্যক্তি নিজেকে জোলির বন্ধুস্থানীয় দাবি করে বলেছেন, “তাদের বিচ্ছেদ হচ্ছে না। গত কয়েক মাসে এ নিয়ে তারা নতুন কোনো পদক্ষেপও নেয়নি। বিচ্ছেদের বিষয়ে তারা আগ্রহী এ কথা কারও মনে হচ্ছে না।”
সূত্রটি আরও জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকমতো চলতে পারবে এমন প্রতীজ্ঞা করলে পিটকে একটি সুযোগ দিতে পারেন জোলি। ক’দিন আগে জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে ‘অ্যালাইড’ অভিনেতা ব্র্যাড পিট জানান, মদ্যপান ও রাগ নিয়ন্ত্রণে নিয়মিত থেরাপি নিচ্ছেন তিনি। কাজেই সব মিলিয়ে হলিউড পাড়ায় জোর গুঞ্জন উঠেছে, সব ভুলে আবারও তবে এক হতে চলেছেন ‘মিস্টার ও মিসেস স্মিথ’ জুটি।
২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে পরস্পরের প্রেমে পড়েন এ দুই হলিউড তারকা। ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। তাদের রয়েছে ছয় সন্তান ম্যাডোক্স (১৫), প্যাক্স (১৩), সিলোহ (১১), জাহারা (১২), জমজ সন্তান ভিভিয়ান ও নক্স (৯)।
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি