পাঠান দিয়ে পাঁচ বছর পর বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে শাহরুখ খানের। মুক্তির আগেই আলোচনায় আসা এই সিনেমা হিট হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ‘বলিউড কিং’ রুপালি জগতে তার ৩১ বছরের চলায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। ৫৭ বছর বয়সী এই তারকার সেই সব সিনেমার উপর আলোকপাত।
ফ্যাশন সচেতন জাহ্নবী কাপুর সোশাল মিডিয়ায়ও সমান সক্রিয়; সম্প্রতি নাকছাবি পরে কিছু ছবি তুলেছেন শ্রীদেবীকন্যা। এই সাজে তিনি মোহনীয় হয়ে ধরা দিয়েছেন ভক্তদের মাঝে।