শ্রদ্ধা এবং বরুণ দুজনের ছেলেবেলার বন্ধু, দুজনের জুটি বেঁধে অভিনয়ও করেছেন।
Published : 23 Aug 2024, 04:01 PM
বন্ধু ও সহশিল্পীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন হিন্দি সিনেমার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
আনন্দবাজার লিখেছে, একটি সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে অজানা তথ্য ফাঁস করেছেন শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা। জানা গেছে, অভিনেত্রী যাকে নিজের ভালোলাগার কথা জানিয়েছিলেন, সেই মানুষটি হলেন অভিনেত্রী বরুণ ধাওয়ান। কিন্তু প্রেমের প্রস্তাবে বরুণের কাছ থেকে সাড়া পানানি শ্রদ্ধা।
শ্রদ্ধা বলেন, “ছোটবেলায় বরুণকে আমি পছন্দ করতাম। একবার আমাদের বাবাদের সঙ্গে শুটিংয়ে গিয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে ওকে প্রেম নিবেদন করি। কিন্তু বরুণ তখন রাজি হয়নি।’’
বরুণ তখন কি করেছিলেন প্রশ্নে শ্রদ্ধা বলেন, “ও শুনেই বলে, আমি মেয়েদের পছন্দ করি না। তারপরেই বরুণ দৌড়ে পালিয়ে যায়।’’
শ্রদ্ধা এবং বরুণ দুজনের ছেলেবেলার বন্ধু। দুজনের জুটি বেঁধে অভিনয়ও করেছেন। ‘এবিসিডি ২’ এবং ‘স্ট্রিট ডান্সার থ্রি ডি’ সিনেমায় এই দুজনের রসায়ন প্রশংসা পায়।
ধারণা করা হচ্ছে মুক্তি পাওয়া ‘স্ত্রী টু’ সিনেমা নিয়েও শ্রদ্ধা ও বরুণ মাতিয়ে দেবেন। এই সিনেমায় বরুণ ক্যামিও চরিত্রে কাজ করেছেন।
এর আগে অবম্য শ্রদ্ধা তার ছেলেবেলার আরেকটি প্রেমের তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন ছোটবেলার বন্ধু রোহন শ্রেষ্ঠার প্রেমে ভেসেছিলেন তিনি। বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক রাকেশ শ্রেষ্ঠার ছেলে হলেন রোহন।
তবে এখন গুঞ্জন আছে শ্রদ্ধার আগের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে এই অভিনেত্রী প্রেম করছেন। সিনেমায়কাজ করার সময় থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। তবে প্রেম নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি শ্রদ্ধা।
‘স্ত্রী টু’ হল ‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েল। মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সিনেমাটিতে শ্রদ্ধা ও রাজকুমার রাও জুটি বেঁধে এসেছিলেন। এবারেও এই অভিনয় শিল্পীই আছেন, আরো কাজ করেছেন বরুণ, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি ও আয়ুষ্মান খুরানা।
গত ১৪ অগাস্ট মুক্তির পর থেকেই ভারতের বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে পরিচালক অমর কৌশিকের হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী ২’।
সমালোচকদের মধ্যে ‘স্ত্রী ২’ ভালো করার কারণ দুর্দান্ত চিত্রনাট্য। সমালোচকদের মতে, এ সিনেমায় কমেডি এবং হরর দৃশ্য বিনোদনে মোড়ানো। যা লুফে নিয়েছে দর্শক।
এর মধ্যে শ্রদ্ধা বলেছেন, বলিউডের তিন খান শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি তার।
যদি কখনো সুযোগ আসে, সেই কাজে যদি নিজের চরিত্র পছন্দ হয় তবেই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।