কলকাতার ইডেন গার্ডেনসে ০৮ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর; তার উল্টোদিকে ছিলেন ৯৯ নম্বর জার্সি পরা ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ওই প্রীতি ম্যাচে রণবীরের দলের নাম ছিল ‘রণবীর মক্কর একাদশ’। সৌরভের দল মাঠে নামে ‘দাদাস ঝুটি একাদশ’ নাম নিয়ে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামেন রণবীর আর সৌরভ তাকে প্রথম বলটি করেন। খেলা শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হন দুজনেই। শ্রদ্ধা কাপুরের সঙ্গে রণবীরের সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মক্কর’র প্রচারের একটি অংশ ছিল এই খেলা। আগামী ৮ মার্চ মুক্তি পেতে যাওয়া রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি দেখার অনুরোধ জানিয়ে রণবীর জানালেন কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের বায়োপিকে আসছেন তিনি। শিশু কন্যা রাহার সাথে তার খুনসুটির গল্পও শোনান এই অভিনেতা। আর রণবীরের প্রশংসা করে সৌরভ বললেন, “প্রতিভান পরিবারের ছেলেটি দারুণ খেলেছেন।“
Published : 27 Feb 2023, 01:54 PM