আসছি আসছি করে তোপসে আর জটায়ুকে সঙ্গে নিয়ে এসেই গেলেন ফেলুদা। প্রকাশ হয়েছে সত্যজিৎ রায়ের ‘নয়ন রহস্য’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমার ট্রেইলার। সত্যজিতের ছেলে সন্দীপ রায় তার এই সিনেমায় ফেলুদা বানিয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্তকে। আর জটায়ু ও তোপসের চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ গুহ ও আয়ুষ দাশ। এর আগে ‘হত্যাপুরী’ সিনেমায় এই ত্রয়ীর দেখা মিলেছিল। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা মোহন আগাসে। এ অভিনেতা এক সময় ফেলুদার বিভিন্ন সিনেমায় নিজেকে 'অনবদ্য' করে তুলেছিলেন চোরকারবারি মগনলাল মেঘরাজ চরিত্রে, আরও কাজ করেছেন বিদেশি নাগরিক কার্ল অ্যান্ড্রু হার্ট ও কলকাতার বিশ্বজিৎ চক্রবর্তী। আগামী ১০ মে মুক্তি পাচ্ছে 'নয়ন রহস্য'।
Published : 20 Apr 2024, 11:28 AM