ইতোমধ্যে কানাডার টরন্টো, হ্যামিল্টন, উইনিপেগ, ভ্যাঙ্কুভারে ৫টি কনসার্টে তাদের দেখা পেয়েছে প্রবাসী দর্শকরা।
Published : 17 May 2024, 02:17 PM
পথচলার ২৫ বছর উদযাপনে কানাডায় কনসার্ট করছে ব্যান্ড আর্টসেল।
ইতোমধ্যে কানাডার টরন্টো, হ্যামিল্টন, উইনিপেগ, ভ্যাঙ্কুভারে ৫টি কনসার্টে তাদের দেখা পেয়েছে প্রবাসী দর্শকরা।
আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট কাজী ফায়সাল আহমেদ গ্লিটজকে বলেছেন কানাডায় প্রতিটি শো নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে তুমুল আগ্রহ তাদের অভিভূত করেছে।
শোয়ের এর আগেই টিকেট বিক্রি হয়ে যায় বলে ভাষ্য এই শিল্পীর।
কাজী ফায়সাল আহমেদ গ্লিটজকে বলেন, “ভ্যাঙ্কুভারে শোয়ের টিকেট মাত্র ৩ ঘণ্টার মধ্যে শেষ যায়। ওই কনসার্টের আয়োজকরা পরদিন আরেকটি কনসার্ট আয়োজন করেন। সেই কনসার্টেও টিকেট সোল্ড আউট।”
ফয়সাল জানিয়েছেন, উইনিপেগে আর্টসেলের শো উপভোগ করেছেন উইনিপেগের এমপি টেরি ডুগুইড। তিনি শো শেষে আর্টসেলকে তাদের পারফরম্যান্সের জন্য একটি সার্টিফিকেট দিয়েছেন
চলতি মাসে কানাডার রিজাইনা, সাসকাচুয়ানন, সেইন্ট জনস নিউ ফাউন্ডল্যান্ড এবং হ্যালিফ্যাক্সে আরো ৪টি শোতে অংশ নেবে আর্টসেল।
কানাডার পরই যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া পাড়ি জমাবে আর্টসেল। সব ঠিক থাকলে জুলাই মাসেই যুক্তরাষ্ট্র সফর করবে বলে জানান ফায়সাল।
দেশে আর্টসেলের ২৫ বছর উদযাপনের জন্য ব্যান্ডের সদস্যদের বিশেষ পরিকল্পনা রয়েছে।
ফয়সাল জানিয়েছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কনসার্ট, লাইভ অ্যাকোস্টিক শো এবং বড় ওপেন এয়ার সলো কনসার্ট হতে পারে, যেমন হয়েছিল ২০ বছর পূর্তি উদযাপনের সময়।
আর্টসেলের লাইনআপে আছেন ভোকাল ও গিটারে জর্জ লিংকন ডি কস্তা, গিটারে কাজী ফায়সাল আহমেদ ও ইকবাল আসিফ জুয়েল, বেইজ গিটারে সায়েফ আল নাজি সেজান এবং ড্রামসে কাজী আশেকিন সাজু।