জয়া বচ্চন বলেন, “স্যার আমাকে জয়া বচ্চন বললেই যথেষ্ঠ হত।”
Published : 31 Jul 2024, 09:20 PM
নামের সঙ্গে স্বামীর নাম বলায় পার্লামেন্টে দাঁড়িয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের রাজ্যসভার সদস্য, অভিনেত্রী জয়া বচ্চন।
এনডিটিভি লিখেছে, সম্প্রতি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এমপি জয়া বচ্চনের নাম বলার সময় নামের সঙ্গে স্বামীর নাম ‘অমিতাভ’ জুড়ে দিয়ে বলেন, “অনুরোধ করছি জয়া অমিতাভ বচ্চনকে বলার জন্য।’’
অভিনেত্রী তখন বলেন, “স্যার আমাকে জয়া বচ্চন বললেই যথেষ্ঠ হত।”
তখন হরিবংশ নারায়ণ সিং জানান, জয়ার নাম আনুষ্ঠানিকভাবে সংসদের রেকর্ডে ‘জয়া অমিতাভ বচ্চন’ হিসাবে নিবন্ধিত হয়েছে।
তখন জয়া উষ্মা প্রকাশ করে বলেন, “এটি নতুন কিছু, যে নারীরা তাদের স্বামীর নামে স্বীকৃত হয়। নারীদের নিজস্ব কোন অস্তিত্ব বা অর্জন নেই।
"এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং এই চর্চা অন্তত রাজনীতিতে আনা উচিত নয়।”
জয়ার এই কথার সমালোচনা করে অনেকে বলেছেন, অমিতাভের নাম যুক্ত করতে এত আপত্তি থাকলে ভোটের আগে মনোনয়নপত্রে নিজের নামের সঙ্গে যুক্ত থাকা স্বামীর নাম তিনি বাদ দেননি কেন।
সমাজবাদী পার্টি থেকে রাজ্যসভার সদস্য জয়াকে সর্বশেষ দেখা গেছে করণ জোহর পরিচালতি ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায়। সেখানেও জাঁদরেল চরিত্রে দেখা গেছে তাকে।