জাহানারা ইমামের উপর নির্মিত তথ্যচিত্র ফিল্ম আর্কাইভে হস্তান্তর

জাহানারা ইমামের নেতৃত্বেই গত শতকের ৯০ এর দশকে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলন শুরু হয়। তার ধারাবাহিকতায় দুই যুগ পরে হয় সেই বিচার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2022, 04:38 PM
Updated : 24 Nov 2022, 04:38 PM

শহীদ জননী জাহানারা ইমামের উপর নির্মিত চারটি তথ্যচিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিয়েছেন তার ছোট ছেলে সাইফ ইমাম জামী।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে মাহাপরিচালক মো. নিজামুল কবীরের হাতে চারটি তথ্যচিত্র হস্তান্তর করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক ফুটেজ সংগ্রহের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।

এসব তথ্যচিত্রে শহীদ জননীর জীবনের বিভিন্ন ঘটনাবলীর চিত্র ও তার সন্তান বীর মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমির মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রাসঙ্গিক ঘটনাবলী রয়েছে।

রুমি ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। ঢাকায় হামলা পরিচালনাকারী গেরিলা যোদ্ধাদের দল ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন তিনি।

জাহনারা ইমামের স্বামী প্রকৌশলী শরীফ ইমামও পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মারা যান।

মুক্তিযুদ্ধে ছেলের অংশগ্রহণসহ ওই সময়কার ঘটনাবলি নিয়ে জাহানারা ইমামের বই ‘একাত্তরের দিনগুলি’ বহুল পঠিত।

জাহানারা ইমামের নেতৃত্বেই গত শতকের ৯০ এর দশকে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলন শুরু হয়। তার ধারাবাহিকতায় দুই যুগ পরে হয় সেই বিচার।