গোয়া চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ‘আগন্তুক’

ভারতের এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চারটি সিনেমা স্থান পেয়েছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 01:56 PM
Updated : 28 Nov 2022, 01:56 PM

ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রসাদ ডিআই অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের আগন্তুক (দ্য স্ট্রেঞ্জার)।

পুরস্কার প্রাপ্তির এই খবর এসেছে ভ্যারাইটি ম্যাগাজিনে। গোয়ায় ২০ নভেম্বর থেকে চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম  আসর, যা শেষ হচ্ছে সোমবার।  

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগন্তুক বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত; এর পরিচালক বিপ্লব সরকার।

এবারের আসরে বাংলাদেশর চারটি সিনেমা নির্বাচিত হয়। সেগুলো হলো- গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য, আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন’, নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ এবং খন্দকার সুমনের নির্মাণে গণঅর্থায়নের সিনেমা ‘সাঁতাও’।

উৎসবজুড়ে বাংলাদেশের তারকাদের উপস্থিতি আলো ছড়িয়েছে। অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জামিন’ সিনেমাটি ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছে এই উৎসবে। ফেস্টিভ্যালে অংশ নিয়ে নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম ও ফেইসবুকে দিয়েছেন জয়া আহসান।

পাতালঘর সিনেমার প্রযোজক আবু শাহেদ ইমন ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এ বছর চারটি ফিচার ফিল্ম দেখানো হয়েছে উৎসবে। যা ব্যতিক্রমী ঘটনা। এতে বোঝা যায়, বাংলাদেশে প্রতিবছর ভালোমানের বেশ কিছু সিনেমা নির্মিত হচ্ছে।“

এই প্রযোজক আরও জানান ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশ কনটেন্টগুলোর সেরা সময় যাচ্ছে।

ইমন বলেন, “মহামারীর পর সবার প্রত্যাশা নতুন করে শুরু করার। আগামী অংশগ্রহণ বাড়বে বলে আশা করছি।“