বুরহানপুরের মানুষের বিশ্বাস মুঘল আমলের সোনার মুদ্রা পুঁতে রাখা আছে আসিরগড় দুর্গের কাছে।
Published : 14 Mar 2025, 03:17 PM
হিন্দি সিনেমা ‘ছাওয়া’ কেবল বক্স অফিসে ঝড় তোলেনি; ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের আসিরগড়ের বাসিন্দাদের মনস্তত্ত্বে সিনেমাটি এতটাই প্রভাব ফেলেছে যে, তাদের মনে হয়েছে ওই এলাকায় মুঘল আমলের গুপ্তধন লুকানো আছে মাটির নিচে।
যা ভাবা, সেই কাজ। বুরহানপুরের মানুষজন কদিন আগে মধ্যরাতে শাবল গাঁইতি নিয়ে মাটি খুঁড়তে লেগে পড়েন সেই গুপ্তধনের খোঁজে। কেউ কেউ কাজ করেছেন মেটাল ডিক্টেটর নিয়েও।
ভারতের সংবাদমাধ্যম মিন্ট লিখেছে, সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে বুরহানপুরে এককালে বাস ছিল মুঘলদের। সিনেমার মুক্তির পর গুঞ্জন ওঠে ওই মুঘলদের দুর্গের কাছে মাটিতে পোঁতা আছে তাদের গুপ্তধন। তখন ওই এলাকার অনেকে গুপ্তধনের খোঁজে নেমে যান।
#Chhava movie showed that Mughals looted Gold and treasure from Marathas and kept it in the Asirgarh Fort, Burhanpur, MP.
After watching the movie, locals flocked to the spot with digging tools, metal detectors and bags to dig up the treasure and take it home.
My heart bleeds… pic.twitter.com/zUiGyMoQKh
— Roshan Rai (@RoshanKrRaii) March 7, 2025
এরপর মাটি খোঁড়াখুড়ির ওই ভিডিও ছড়িয়ে পড়লে তা নজরে আসে স্থানীয় প্রশাসনের।
তড়িঘড়ি পুলিশ এসে খননকাজ থামিয়ে তারা গ্রামবাসীদের সতর্ক করে বলেছে, পর্দায় দেখানো গল্পের সব সত্যি নয়। এলাকাবাসীর প্রতি পুলিশের বার্তা ছিল, অবাস্তব ঘটনায় প্রভাবিত হয়ে এই ধরনের কার্যকলাপ না করাই শ্রেয়। প্রশাসনকে না জানিয়ে মাটি খুঁড়ে এভাবে ধনসম্পদ খোঁজা আইনবিরোধী কাজ বলে জানিয়েছে পুলিশ।
৩১ কোটি রুপি দিয়ে বক্স অফিসের খাতা খোলা ‘ছাওয়া’ মুক্তির মাস না পেরোতেই ৫০০ কোটির বেশি রোজগার করেছে।
‘ছাওয়ায়’ ভিকি কৌশল হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজ, মহারানি ইয়েসুবাই হয়েছেন রাশমিকা মানদানা। আর মুঘল বাদশাহ আওরঙ্গজেব হয়েছেন অক্ষয় খান্না।
নির্মাতা লক্ষ্মণ উতেকর ‘ছাওয়ায়’ অ্যাকশন আর ইতিহাসের দারুণ মিশ্রণ ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন সিনেমা সমালোচকেরা।