বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগের ট্রেন্ডিংয়েও ওপরের দিকে আছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।
Published : 13 Feb 2025, 08:49 PM
‘খাকি ২’ নামের হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবারের একসঙ্গে পর্দায় আসছেন পশ্চিমবঙ্গের দুই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিতেন্দ্র মদনানী জিৎ।
হিন্দি সিরিজে দুই বাঙালি অভিনেতা কী কী করতে চলছেন তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা-কলকাতা দুই শহরের দর্শকরা।
সম্প্রতি ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। সোশাল মিডিয়ায় আসা ওই টিজার নিয়ে আগ্রহ দেখা গেছে দুই বাংলার দর্শকদের মধ্যে। বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগের ট্রেন্ডিংয়েও ওপরের দিকে আছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।
সিরিজে প্রসেনজিৎ ও জিৎ ছাড়াও একাধিক বাঙালি অভিনেতাকে নেওয়া হয়েছে। আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, রাহুল দেব বসু, শ্রদ্ধা দাস। এছাড়া আরেক চমক হল মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীকে অভিনয়ে পাওয়া যাবে এই সিরিজে।
জিৎ বলেন, “বলতে পারি এই সিরিজ়ে কলকাতা সিংহভাগ জুড়ে থাকবে।”
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টারে’ রাজনীতিবিদের ভূমিকায় আছেন প্রসেনজিৎ; আর ডাকসাইটে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে জিৎ ও পরমব্রতকে।
টিজারের ভিডিওর শুরুতে দেখা গেছে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ ও ওপর থেকে তোলা কলকাতা শহরের একটুকরো ঝলক।
খুনখারাবি-রক্তপাতের সাথে নানা ধরনের অস্ত্র তৈরি দৃশ্যও আছে টিজারে। সিরিজে কলকাতার রাজনীতি, গ্যাংস্টারদের দাপট তুলে ধরা হয়েছে।
নীরজ পাণ্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়।
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ মুক্তি পাবে আগামী মাসে।