নয়টি দেশের ১২ টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছে 'সিনে ক্যারাভান চলচ্চিত্র উৎসব'।
Published : 22 Feb 2025, 12:19 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে নয়টি দেশের ১২টি
এই উৎসবের আয়োজন করা হয়েছে দুই ধাপে। প্রথম ধাপ শুরু হয়েছে গত বৃহস্পতিবার, যার সমাপনী দিন শনিবার।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম ধাপের উৎসব হচ্ছে নারায়ণগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও সিলেটে।
দ্বিতীয় ধাপের উৎসব শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে বরিশাল ও রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে। যা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো দেখা যাচ্ছে দুপুর ৩টা থেকে ৭টা পর্যন্ত।
উৎসবে প্রদর্শিত সিনেমাগুলো হল- সৌদি আরবের সিনেমা ‘টু সিগনোর’, ইরাকের ‘নোবডি নোজ’ এবং কিরগিজস্তানের ‘ডিল এট দ্য বর্ডার’, মিশরের ‘ডিপারচার’।
আরও দেখা যাবে তুরস্কের ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো’ ও সিরিয়ার ‘ওয়েনিং’ সিনেমা, আফগানিস্তানের ‘দ্য মোস্ট বিউটিফুল কাবুলি ড্রেস’ এবং তুরস্কের ‘বিয়ন্ড দ্য ওয়েজ’, তিউনিশিয়ার ‘এ মেডিটেরানিয়ান ডে’, ইরানের ‘ব্যারিন’ ও ‘মে বি সামহয়ার এলস’।
সবশেষে দেখান হবে ইরাকের চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্টম্যান’।
এই সিনেমাগুলো দর্শকরা দেখতে পাচ্ছে বিনামূ্ল্যে।