জেমসকে বাউলরূপ দিতে এআইর সহায়তা নিতে হয়েছে।
Published : 30 Aug 2023, 07:32 PM
ভক্তদের কাছে তিনি ‘গুরু’। পোশাকি নাম ‘নগরবাউল’। এবার ‘নগরবাউল’ থেকে সত্যিকারের বাউল হলেন । যদিও তার হাতে বাউলদের মতো একতারার বদলে রয়েছে চিরচেনা গিটার।
নগরবাউল খ্যাত জেমসের এমন লুক ছড়িয়ে পড়েছে ফেইসবুকে। আর তাকে এই রূপে হাজির করেছেন শিল্পী-আলোকচিত্রী অভিষেক ভট্টাচার্য। এজন্য অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিতে হয়েছে তাকে।
আর জেমসের এমন লুকে ভক্তরা তো রীতিমত চমকে গেছেন।
ছবির নিচে কমেন্ট বক্সে কারো কারো প্রশংসা ঝরলেও অনেকেই আবার ‘গুরুর’ এমন লুকের চাইতে চিরাচরিত রূপের পক্ষেই কথা বলেছেন।
সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির মাধ্যমে তারকাদের রূপ বদলে দেওয়ার একটা জোয়ার শুরু হয়েছে। প্রিয় তারকাদের এমন রূপে ভক্ত-দর্শকরাও জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া।
সেই তালিকায় এবার যুক্ত হল জেমসের নাম।