ঢাকা-কলকাতার মেলবন্ধনে এবার ‘প্রেমে পড়ি’

আসিফ আলতাফ ও লগ্নজিতা চক্রবর্তী এসেছেন নতুন গান নিয়ে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2022, 01:33 PM
Updated : 2 Oct 2022, 01:33 PM

‘দূরত্ব’ গাওয়ার বছর ঘুরতে না ঘুরতেই আবারও সুরে-কথায় ‘প্রেমে পড়ি’ গেয়ে এক হলেন ঢাকা ও কলকাতার দুই শিল্পী আসিফ আলতাফ ও লগ্নজিতা চক্রবর্তী।

গানটির মিউজিক ভিডিও ইউটিউবে ছাড়া হয়েছে। পূজার রঙিন উৎসবকে আরও রাঙিয়ে তুলতেই এই যৌথ আয়োজন বলে জানান কণ্ঠশিল্পী আসিফ।

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন এই শিল্পী নিজেই। সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন।  

আসিফ আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূজা উপলক্ষে এই প্রথম কোনো গান করলাম। আশা করি, গানটি শ্রোতারা পছন্দ করবেন।”

গত বছর লকডাউনে লগ্নজিতার সঙ্গে আসিফের ‘দূরত্ব’ গানটি মহামারীতে মানুষের প্রাণ ছুঁয়েছিল।

সহশিল্পী প্রসঙ্গে আসিফ বলেন, “লগ্নজিতার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। লগ্নজিতা অত্যন্ত কোওপারেটিভ আর অবশ্যই দারুণ তার গায়কী।”

কলকাতা থেকে লগ্নজিতা বলেন, “আমি আর আসিফ আলতাফ মিলে আরও একটি গান করলাম। আমার খুব ভালো লেগেছে গানটা। আমার বিশ্বাস, আপনাদেরও অনেক ভালো লাগবে।”

সম্প্রতি ভারতের জনপ্রিয় গায়ক নচিকেতা ও আসিফ আলতাফের ‘কাঁটাতার’ শিরোনামের গানটি দুই বাংলায় দারুণ প্রশংসিত হয়।

সে সময় আলতাফের লেখা, গায়কী ও কাজের প্রশংসা করে নচিকেতা বলেন, “আমার দেখা বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ও রুচিশীল শিল্পী আসিফ আলতাফ। তার গান একদিন দেশের মানুষ আনন্দ নিয়ে শুনবে।”

আসিফ আলতাফ জানিয়েছেন, এর আগে তার ‘জুতো’ গানটিও শ্রোতা নন্দিত হয়েছে।এ ছাড়া শিল্পী ন্যান্সির  সঙ্গে তার গাওয়া ‘সুবহে সাদিক’ গানটিও আলোচনায় এসেছে।