দর্শক থেকে সমালোচক সকলেই মুগ্ধ তার অভিনয়ে।
Published : 20 Jan 2024, 11:02 AM
দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান পাকিয়ে নেয়ার পর ‘জওয়ান’ দিয়ে নয়নতারার অভিষেক ঘটেছে বলিউডে। প্রথম সিনেমাতেই জুটি বেঁধেছেন শাহরুখের সঙ্গে। দর্শক থেকে সমালোচক সকলেই মুগ্ধ তার অভিনয়ে।
তারপরও পরিচালক অ্যাটলির উপর চটেছেন নয়নতারা। এমনকি বলিউডের সিনেমাতেও কাজ করা নিয়ে সংশয়ে ভুগছেন তিনি।
নায়িকার ঘনিষ্ঠমহল সূত্রের খবর, অ্যাটলির উপর নয়নতারা বেজায় মনঃক্ষুণ্ণ হয়েছেন কারণ ‘জওয়ানের’ ফাইনাল এডিটে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। দীপিকা পাড়ুকোনের চরিত্রে বাড়ানো হয়েছে, অন্যদিকে অভিনেত্রীকে অবহেলা করা হয়েছে।
শুরু থেকেই জানানো হয়েছিল ‘জওয়ান’ এ ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যদিও সিনেমা মুক্তির পর দেখা গেছে ভিন্ন ঘটনা। জওয়ানে বিক্রম রাঠোরের স্ত্রী ঐশ্বর্য রাঠোর ও শাহরুখের মায়ের ভূমিকায় দেখা মিলেছে দীপিকার। বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দীপিকা পেয়েছেন বলে মনে করছেন নয়নতারা। সব মিলিয়ে তার চরিত্রকেই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর।
এ বিষয়ে নয়নতারার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এই কারণেই হয়তো আগামীতে বলিউডে নয়নতারাকে দেখা নাও যেতে পারে, অন্তত খুব শিগগির তো নয়ই। দক্ষিণের লিডিং হিরোইন নয়নতারা, এমন আচরণ মোটেই পছন্দ হয়নি তার।
এদিকে বক্স অফিসে প্রতিদিনই নতুন রেকর্ড রেকর্ড গড়ে চলেছে ‘জওয়ান’। বিশ্ব বক্স অফিসেও ১০০০ কোটি আয়ে লক্ষ্যে দৌড়াচ্ছে শাহরুখের এই সিনেমা।
সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)