ইতোমধ্যে শেষ হয়েছে চিত্রনাট্য; রানির স্বামী, নির্মাতা-প্রযোজক আদিত্য চোপড়ার অনুমোদন পেয়েছে।
Published : 26 Nov 2023, 10:05 AM
বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ফিরছেন ‘মারদানি’ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে; আরও একবার তাকে দেখা যাবে ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের ভূমিকায়।
টাইমস অব ইনডিয়া বলছে, ইতোমধ্যে ‘মারদানি ৩’ এর চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন গোপী পুত্ররণ। রানির স্বামী ও চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক আদিত্য চোপড়ার কাছ থেকেও পেয়েছেন অনুমোদন।
তবে রানি ছাড়া এখন পর্যন্ত অন্যান্য কাস্ট চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, আগামী বছর শুরু হতে পারে সিনেমার শুটিং।
নারীকেন্দ্রিক কাহিনী নিয়ে যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি ‘মারদানি’ মুক্তি পায় ২০১৪ সালে; যা বক্স অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি রানি মুখার্জির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হয়ে ওঠে।
২০১৯ সালে ‘মারদানি ২’ আনেন রানি। এবার ‘মারদানি ৩’-এর পালা।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে, নিজের আসন্ন কাজের তালিকায় ‘মারদানি’কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন নায়িকা।
চলতি বছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন রানি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমা বক্স অফিস সাফল্যের পাশাপাশি জয় করেছে দর্শক ও সমালোচকদের মন।