বাকি একজন কিছুদিন পর কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
Published : 05 Oct 2024, 01:07 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ছয়টি বিভাগে নিয়োগ পাওয়া ছয় পরিচালকদের মধ্যে কাজে যোগ দিয়েছেন পাঁচ জন।
একজন কিছুদিন পর কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের কাছে ৫ জন পরিচালক যোগদানপত্র দিয়েছেন। ওই সময়ে তারা শুভেচ্ছা বিনিময়ও করেন।
কাজে যোগ দেওয়া পাঁচ পরিচালক হলেন- চারুকলা বিভাগের মোস্তফা জামান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ফয়েজ জহির, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের মেহজাবীন রহমান, প্রযোজনা বিভাগের আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগের এ এফ এম নুরুর রহমান।
সাবিনা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের গবেষণা ও প্রকাশনা বিভাগে পরিচালকের দায়িত্ব পাওয়া তানজিম ওয়াহাব, তিনি ব্যক্তিগত কারণে কিছুদিন পর যোগ দেবেন। আর বাকি ৫ জন পরিচালক ইতোমধ্যে কাজ শুরু করেছেন।"
গত ৩০ সেপ্টেম্বর পরিচালকদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা আলাদা প্রজ্ঞাপন দেয়।
এছাড়া নতুন পরিচালকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার নিয়ে একাডেমির প্রশাসন বিভাগের সাথে সংক্ষিপ্ত সভাও করেছেন মহাপরিচালক জামিল আহমেদ।
একাডেমির কার্যক্রম গতিশীল করতে ওই সভায় আইন ও প্রবিধানমালা সংশোধন, আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সৃজনশীল কর্মকাণ্ড জোরদার ও তৃণমূলে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন মহাপরিচালক।
এ সময় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) ক্ষেত্রে সব বিভাগের করণীয় নিয়ে আলোচনা করেন এই অধ্যাপক। একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া রোববার সকালে মহাপরিচালকের উপস্থিতিতে একাডেমির সব বিভাগের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের সঙ্গে নতুন পরিচালকদের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হবে বলে শিল্পকলা থেকে জানানো হয়।